সামাজিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সামাজিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

ঘুষ!

ঘুষের রাজ্যে হুশ নাই কারো
তোমায় ঘুষ দিতে হবে!
ঘুষের টাকা দাও গো আগে
তোমার নামটা আগে রবে!

প্রাণটা যদি যায় কারো যাক
তার কি আসে যায়!
সুখে রবে তার পরিবার
পাইলে ঘুষের কামায়!

মাসের বেতন তাঁসে যাবে
রইলে সে উপবাস রবে!
বউ পোলা সুখে রবে
হইলে উপরি কামায়!

ফাঁদ পাতে ডাকাতেরা
ফেলে আইনের জাল!
ছাড়া পাবি দিলে আমায়
বিকিঁয়ে ঘরের তাল!

স্বাধীন দেশের নাগরিক
আটকা অসাধুর ফাঁদে!
উপায় খুজে না পেলে
শুধু নিরবে কাঁধে!



লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

মোবাইল!

মোবাইল কেড়েছে ঘুম;
মোবাইলে আজ ভুলে আছে
    সব কিছু বেমালুম!
সবে আজ মহা ব্যস্থ
আছে মোবাইলের প্রতি;
নেশার চেয়ে ভয়ঙ্কর সে
এই মোবাইলের ক্ষতি!

মসজিদে মুমিনরা যায়
করতে আল্লাহর ইবাদত;
মোবাইলে মগ্ন যুবক
মুয়াজ্জিন দেয় ইকামত!

কোলের বাচ্চা ভুলে ধুঁলে
বাচ্চার খাবার মাঠি খায়!
মোবাইলে মজেছে মা
বাচ্চা কোথায় খেয়াল নাই!

যাচ্ছে যুবক রাস্তা দিয়া
আস্থা তার মোবাইলেতে
করছে ট্রেন তারে ধাওয়া
নাই তার ব্রেইনেতে!
পড়ার কালে করতাম আগে
ইচ্ছামত আকাঁ আকিঁ  ;
আজকাল বলে ওরা
দোস্ত কি দিয়াছে দেখি!
মোবাইলে মাঝে মাঝে
হেসে উঠে আপন মন;
দশ বছরের পোলা লিখে
ব্রেকাপ সাত বছরের রিলেশন!

বিশ্ব আজ এগিয়ে যাচ্ছে
নিত্য নব প্রযুক্তির সাথে
আমরা আজ ব্যস্ত প্রচুর
তাদের এটোঁগুলো নিতে!
১৮/১০/১৯ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

সবাই যেন সুখি হয়!

মন চাই উড়ে যায়
ঐ আকাশ পানে..
হাঁয়রে মিছে মাঁয়া
বার বার পিছে টানে!
সব বাঁধা ভুলে যখন
আবার উঁড়তে চাই!
পড়ে যায় বার বার
আমার যে ডানা নাই!
কত শত হেরেছি
       কত বার কেঁদেছি
আজও আছি সেই রাস্তায়!
ডানাহীন উড়ব ঐ আকাশে
আজও আছি সেই আস্থায়!
নয় কাউকে ঠকাতে,
      নয় কাউকে কাঁদাতে,
দেখতে সবার হাসি মাঁখা মুখ !
    সবাই যদি সুখি হয়
তবেই হবে আমার সুখ!
১৮/১০/১৯ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

শনিবার, ৫ অক্টোবর, ২০১৯

দেশদ্রোহী ওরা!

মানুষ নামের জানোয়ার
ওরা সব অমানুষের দল!
বিদেশে করে বাড়ি গাড়ি
বিকিয়ে মায়ের সম্বল!
পিতার ঘাঁড়ে দাঁড়িয়ে
ওরা আকাশ চুতে চাই!
হীন জীর্ণ শরীরে পিতার
দাড়িয়ে থাকা বিষণ দায়!
ভাইয়ের রক্ত চুষে চুষে
নিজেরা হচ্ছে মোটা
সুযোগ পেলে বিঁকিয়ে দেবে
আমার দেশটা গোটা!
মাথার ঘাম পায়ে ফেলে
যারা নিত্য কামায় টাকা;
সন্ধ্যা বেলা করলে হিসাব
তাদের কপালটা রয় ফাঁকা!
অমানুষের বাচ্চারা আজ
মিলল চিল শকুনের দল!
করছে পাচার শতশত কোটি
বিঁকিয়ে মায়ের সম্বল!
০৫/১০/১৯
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

হায়রে টাকা!

হায়রে টাকা!
তোমার খনি
পাচ্ছে শুনি
আমরা নিত্য
শত গুনি!
হাজার করতে
যাচ্ছে আয়ু খানি!
জ্বরছে কত
চোখের পানি!
হায়রে টাকা!
রাঘব বোয়াল
খাচ্ছে সবি!
ক্ষিধার জ্বালায়
দৌড়ছি সবি!
ধরতে ওদের
করছি দাবী!
হায়রে টাকা!
কি বলব আর
তাদের কু-কীর্তি!
পাল্টে দিল
সমাজ নীতি!
হায়রে টাকা!
ছবি সংগ্রহী।


লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

প্রতিবাদ!

ঘুমিয়ে আছে বিবেক
মানবতা নাই!
মারছে মানুষ অগনিত
মানুষ রুপি হায়েনাই!
মরলে হায়েনা,ধরে বাইনা
করে মানবতা ফেরি;
বিবেক জাগ্রত হতে
আর কত হবে দেরি?
ঘুমিয়ে আজ বিশ্ব বিবেক
দেখনা খুলে নয়ন;
অঝোরে কাঁদছে যারা
সবাই সবার স্বজন।
কতৃত্ব আর ক্ষমতার লোভে
হয়ে আছে আজ অন্ধ!
রাজ পথে রক্তের বন্যা
চিল শকুনের গন্ধ!
বিবেকে জাগ্রত কর
উচু করে নিজ হাত;
যার যার জায়গা থেকে
করি হায়েনার প্রতিবাদ।
২৯/০৮/১৯ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

রবিবার, ৩০ জুন, ২০১৯

নির্বাক কবি আজ


নির্বাক কবি আজ
পায় না ভাষা খুজে!
অবাক চেয়ে রয়
করছি বাস কোন সমাজে?
চেনা জানা মানুষ গুলো
যেন আজ চির অচেনা!
বুকের রক্ত পান করছে
একটু ও ভাবছে না!
খেলার সাথী পড়ার সাথী
ডাক দিয়ে নিয়ে যায়
কেমন নিষ্ঠুর হচ্ছে মানুষ
আগুন দিচ্ছে গায়!
খোরশেদ আলম বলে
এরা মানুষ রুপি হায়েনা!
ধর্ষন করে মা বোনদের
আবার বাঁচতে দেয় না!
মা বোনদের হয়েছে
পথ চলা কঠিন দাঁয়!
চারিপাশে শকুনের দল
ঝাপটে আসে গায়!
 মানুষ রুপি কুৃকুর গুলো
আজ বেহায়া বেশরম
রাস্তা ঘাটে পার্কগুলোতে
ডেটিং অশ্লীলতা চরম!
নির্বাক কবি ভাবছে
কেন এমন হল!
চারিদিকে কোপাকোপি
মানুষ কোথায় গেল?
মানুষ রুপি রাক্ষসগুলো
তাদের দিচ্ছে সাহস পাক্কা!
জাগবে যখন মানুষ জাতি
পশু তোদের কে করিবে রক্ষা?

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯

কাল ভ্রমর

পোঁকা খাবে খাবে উড়ে যাবে
ফেলে দিয়ে খোসা;
ফেলতে হবে তোমায় একদিন
মনের যত আশা!
ভালবাসার নামে
নিত্য করতেছ যা;
আসলে একে কেউ
ভালবাসা বলে না!
ভালবাসার নামে
তোমরা করছ ছলনা;
আসলে একে কেউ
ভালবাসা বলে না!
ভালবাস তারে তুমি
কত করে বল!
করলে দেখা নির্জনে
পরে বাঁকা পথে চল!
ভালবাসা মনের ক্ষুধা
যৌনতা কেন ডাক?
মনটা তোমার খাঁটি করে
যৌনতা কে ঢাক।
সত্যিকারের ভালবাসা
কখনো পুরোয় না!
সত্যিকারের প্রেমিক কবু
তোমার গাঁয়ে হাত দেবেনা।
ভালবাসবে তোমায় তেমন
চাঁদকে যেমন বাসে;
চম্বুকের মত রাখবে বুকে
তোমায় বিয়ের পরে পাশে।
বিয়ের আগে লুকোচুরি
খেলা খেল না...
তোমার অমুল্য যৌবনে
পোঁকা ডাক দিও না!

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯

অর্থের কাছে বন্ধি সততা!

অর্থের কাছে আজ
ব্যর্থ সবি,ব্যর্থ মানবতা;
অর্থের লোভে মত্ত সাদিক
বিকিয়েছে তার সততা!
অর্থ সেত মত্ত আছে
বাড়াতে নিজ ক্ষমতা;
কিনেছে সকল প্রতিবাদী
কিনেছে সকল নেতা!
চক্ষু বন্ধি করে নিত্য
নিরহ দুর্বল মেরে যায়;
যাহা থাকে অল্প সল্প
কৌশলে নিয়ে যায়!
অর্থের গন্ধে শকুনেরা
চাতক হয়ে আছে;
দেখিয়ে কলার ছোবলা
নিজেদের পেটে গিলছে!
লোভীর দাবী একটা আনা
তুমি ষোল আনা নাও;
আমার হিসেব বুঝিয়ে দিয়ে
তুমি দুনিয়াটা নিয়ে যাও!
১০/০১/১৯
সংগ্রহীত ছবি

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

কুয়াশা!


কুয়াশার চাদরে
ঢাকা খুব আদরে
খুব শীত বাপুনি
মাঝে মাঝে কাঁপুনি
থাকতে চাই এড়িয়ে
তবু থাকে জড়িয়ে
থাক সবে ভিতরে
যেওনা কেউ বাইরৈ
খুব আরাম বিছানা
ছাড়তে মন চাইনা
ওরে ঘড়ির কাটা থাম
একটু পরে যাম
বাইরে দেখা যায় না
শুধু কুয়াশার কণা।
26-12-15ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮

পরকিয়া ২

পরকিয়া আগের পর্ব......পড়ুন

পরকিয়াকে প্রায় সকল ধর্ম কঠোর ভাবে নিষেধ করা হইয়াছে, তাহা অনেকে ভুলিয়া গিয়াছে!
যাহার ফলে, ফুলের মত অবৈধ বাচ্ছার লাশ দিনদিন বাড়িয়া যাইতেছে!
তাহা দেখিয়া দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোন কিছুই আমাদের পক্ষে সম্ভব হয় না!
আর সোনার সংসার ভাঙ্গিয়া তছনছ হইতেছে নিত্য!
আহা! কি কষ্ট অবুঝ পোলাপাইন গুলোর যাহারা না বুঝে প্রেম, না বুঝে খিদে,শুধু কাঁদিতে জানে!
কাঁদিয়া চলিয়াছে তাহাদের জীবন! কিছু মানুষ হইতে পারিলেও বেশির ভাগ শিশু অবেলায় ও অবহেলায় মরিয়া পরপারে স্থান করিয়া নেয়,আর কিছু টোকাই হইয়া রংবাজ সাজিবার চেষ্টা করে!
যাহারা রংবাজ হইবার নেশায় মত্ত তাহার মা/বাবা পরকিয়ায় আসক্ত হইয়া নব লাইলি মজনু হইতে পাগল হইয়াছিল, তাহাদের আর কোন খবর নাই তাহারা হারাইয়া গিয়াছে পরকিয়ার ঘুর্ণিপাকে!
আবার অনেকের সাথে থানা,কোর্ট এসবের সহিত নব সম্পর্ক হইয়াছে!
পরকিয়ায় আসক্তরা সহজে মানুষের সমাজে থাকতে পারে না!

শয়তান যেমন প্রকাশ্য শত্রু,তেমনি পরকিয়া!
পরকিয়া শয়তানের একটি প্রতিচ্ছবি!

পরকিয়ায় আসক্ত হইতে পারে যে কেউ
অকর্মারাই অকর্মাদের পিছে ঘোর ঘোর করিয়া মুল্যহীন সময় দিয়া তাহাদের মন গলাইয়া পানি করিয়া সোনার সংসারে ঢালিয়া দেয়! সেই পানি বিষের মত হইয়া প্রাণে মারিতে শুরু করে!
যাহা ধীরে ধীরে তাহাদের ও দুই বংশকে আক্রমন করে পরে নিজেই বাঁচিতে পারে না!..................
সম্মানিত পাঠক সকলকে আর বিরক্ত করিতে চাইতেছিনা! আসুন আমরা মানুষ হিসাবে পরিচিত হই....
পশুদের আছে অবাধ যৌনাচার,
মানুষের আছে শৃঙ্খলা!
আসুন পরকিয়াকে এড়িয়ে চলি,
ধর্মীয় নিয়ম কানুন মেনে চলি।
আমরা পাব সুন্দর সমাজ
শিশুরা পাবে সুন্দর জীবন!
২২/০৯/ - ১৮/১২/১৮


লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮

পরকিয়া!

বর্তমান আমাদের সমাজে যে হারে পরকিয়া চর্চা চালু হইয়াছে,
তাহা দেখিয়া বা শুনিয়া মাঝে মাঝে নিজেকেই নিজেই প্রশ্ন করিতে ইচ্ছা হয়....

"আমিও কি পরকিয়ায় আসক্ত?"

স্বামী/স্ত্রীর অনুপস্থিতে অন্য নারী/পুরুষের সাথে প্রেম যার, তার নাম পরকিয়া!
কারণ তাহারা আগেই করিয়াছে বিয়া!
আমার মনে হইল এই সমস্ত নারী/ পুরুষ যাহারা অবৈধ যৌন সঙ্গম করে,
তাহাদের নাম মানুষ না হইয়া হিংস্র কোন নাম দেওয়া হইত উচিত!

বর্তমান সমাজে এমন প্রাণের সৃষ্টি হইয়াছে যে তাহারা পেট ভর্তি খাইতে চাই,চোখ ভর্তি সাজিতে চাই,মন ভর্তি উপভোগ করিতে চাই!
এসবের পর কাহার কি সুন্দর, আমারটা তাহার চাইতে সুন্দর হইতে হইবে নিশ্চয়,
এই সকল মনোভাব তো আছেই!
এই সকল প্রাণীরা বুঝিতে পারে না যে,
এক সাথে সব সম্ভব নাও হইতে পারে,
তাই আজ হাজারও সোনার সংসার পরকিয়া নামক মরিচিকায় বিলীন!
বাকী অংশ পরকিয়া ২ ....... পড়ুন।

মন্তব্য কমেন্ট বক্সে জানাইতে পারেন..

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

সাদা মনে কাদা


আমার সাদা মনে যারা
কাদা মাঁখিছে;
আমার মন তাদের জন্য
ক্ষমা চাহিছে।
মনের কাদা সরাতে
আমি যতটা ক্লান্ত;
ওহে বিধি তাদের তুমি
কর আরও বেশী শান্ত।
সময় অসময়ে যারা
আমাকে কাঁদাল;
আমার মনের আঘাতে
চোখের জল বুকে গড়াল!
ওহে বিধি তুমি তাদের
রাখ আরও বেশী সুখে;
কৃতজ্ঞতায় চোখের জল
থাকুক তাদের বুকে।
হৃদয় এখন কষ্টের নদী
জোয়ার যেন আসে;
সকল ব্যাথা সয়ে যেন
মুখটা আমার হাসে।
যাদের নিয়ে সুখে দুঃখে
আমার অতীত কেটেছে;
শুনতে যেন পাই বিধি
তারা মহা সুখে আছে।
কেমন আছি প্রশ্নে যেন
ভাল আছি বেশ;
প্রশ্নবানে মনটা যেন
হয় সাদার চেয়েও বেশ।
20-10-15ইং4:34am

শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮

টাকায় গেলে বেশ্যা,কথায় গেলে ডেটিং তাই?



আসুন অবাধ যৌনতাকে না করি
সুন্দর যৌন জিবন গড়ে তুলি!
ডেটিং কোন ভদ্র পরিবারের
ছেলে মেয়েরা করে না ।
ডেটিং হচ্ছে কথায় মুগ্ধ করে
কাউকে যৌনতার জন্য আহবান করা,
 রাজি হলে তো সব হয়ে গেল যা
হল ঐ পতিতার! পতিতার তো নাই কিছু
      নাই কিছু তার হারাবার!
যা ছিল সততা সব গেল তোমার!
টাকা দিয়ে ভাড়া করা নারীকে বেশ্যা
আর পুরুষকে বদমাইশ বলে!
মিথ্যে কথার জালে জড়িয়ে কাউকে
বদ্ধ জায়গায় নিতে পারলে ডেটিং!
যদি নিজেকে বেশ্যা বা পতিতা হিসাবে
পরিচিত করতে না চান তাহলে সুন্দর
নিয়মে যৌন জিবন গড়ে তুলুন।





লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮

ফাঁদে যেন না পড়ি!





মা বাবা গুরুজনে দিত
যখন আমাকে সু শিক্ষা;
তাদের ফাঁকি দিয়ে তখন
তোর দলে নিতাম দীক্ষা।
আমি তোরে চিনতাম না
হইলি মোর আপন;
আমার শিরা উপশিরা দিয়ে
তুই করিস গমন!
বুঝতাম না ভাল মন্দ
লাগত মনে খুব খুশি!
আজ বুঝি নিজের গলায়
লাগিয়েছি নিজে ফাঁসি!
আমাকে তুই বোঝাতে চাস
আমি তোর খুব প্রিয়;
আমাকে ফেলতে ফাঁদে
তোর চেষ্টা ছিল অতুলনীয়!
কাঁদে যদি কেহ ফাঁদে
তুই চাস আমাকে হাসাতে;
মনের ভিতর দিস উস্কানি
তাকে আরও কাঁদাতে!
আজও আমি তোরে দেখি
আশে পাশে মানুষের বেশে!
মা মারে শিশু সন্তান
তোর মিথ্যা লোভের আশে।
মানুষের বেশে রয়ে  তুই
দিসনা মানুষের দাম;
আড়ালে তুই লুকিয়ে থাকিস
হয় মানুষের বদনাম!
মন মজাস তুই রং ঢঙে
ভাল কাজে দেখাস ক্লান্তি;
মুমিন কাঁদে আল্লাহর ভয়ে
তুই বোঝাস অলসতায় শান্তি!
মানুষ কেমনে মানুষ মারে
আসেনা আমার বুঝে;
গরু খায়না গরুর গোস্ত
মানুষ কেন মানুষেতে মজে?
তোর কপালে মারলাম থুথু
মারলাম ছেড়া জুতা;
দুর হয়ে যা এই ধরা থেকে
 বলব মানবতার কথা।
১৫-০৪-১৬ইং
বি: দ্র :- আপনি কি বুঝলেন জানালে খুশি হব!

মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

মানুষ!

মানুষ হতে সাধনা লাগে
পশু হতে লাগে না!
মানুষের ঘরে জন্মনিলে
মানুষ হওয়া যায় না!
অনেক আয়ু করে বর্জন
সার্টিফিকেট করলে অর্জন!
মানুষ হওয়ার জন্য
একটু শিক্ষা নিলে না!
মানুষ হতে সাধনা লাগে
পশু হতে লাগে না!
নিত্য কর চলা ফেরা
সব মানুষের দলে
পশু নাকি মানুষ তুমি
তোমার কর্ম দেবে বলে!




শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮

মা!



মা!
----------------------------------
নিশি রাত চুপচাপ পৃথিবী
ডাকছে ঝিঁ ঝিঁ পোকা;
সন্তানের মাথায় হাত বুলিয়ে
বসে আছে মা;
নিঃঘুম জেগে আছে খোকা।
সারা দিন ঘুমিয়ে খোকা
ঘুম হল তার শান্ত;
কাজে কাজে সারা দিন
রাতে মা হয়ে আছে ক্লান্ত।
ঘুমায় না অবুঝ খোকা
ফিকির ফিকির হাসে ;
ক্লান্ত দেহ নিয়ে মা
দেখ কত ভালবাসে!
মায়ের চোখে দুনিয়ার ঘুম
তবুও ঘুম যেন আসে না;
পড়ছে মায়ে দোয়া দরুদ
ঠোট যেন থামছে না।
ফজরের আগ আগ
চলল খোকা ঘুমে;
মুয়াজ্জিনের ডাক শুনে মা
বিছানা থেকে নামে।
খোকা ঘুমায় আরামের ঘুম
মায়ের শুরু দিন;
কেমনে খোকা শোধ করিবে
মায়ের এই ঋন!
মায়ের এই নিত্য নিয়ম
মাঝে মাঝে কঁাদে বুক;
খোকা যখন হাসেনা
হয় যখন অসুখ!

১৫-০৩-১৬ইং ১১:০০ pm

সোমবার, ১২ মার্চ, ২০১৮

প্রতারনার নব ফাঁদ!

প্রতারনা! (২য়)

নিশ্চয় শিরোনামে জানতে পেরেছেন কি বিষয় নিয়ে লিখব।
চলুন জানা যাক,
সেদিন আমি মোবাইল এজেন্টদের দোকানে গেলাম মোবাইলে ক্যাশ ইন করব বলে। ক্যাশ ইন করে নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করছিলাম হঠাৎ একটা লোক বলল ভাই আমার মোবাইলে একজন ভুলে  টাকা পাঠিয়েছে ৪৯৫০ টাকা, এখন মোবাইলে টাকা দেখাচ্ছেনা কেন বলতে পারেন? দোকানদ্বার বলল বুঝলাম না!
লোকটি পুণরায় বলল,সকালে আমার পরিচিত একজন মোবাইলে টাকা পাঠাল ৫০০০টাকা,ঘন্টা কানেক পর আরেক জন কল করে বলে ভাইয়া আমার মোবাইল থেকে আপনার একাউন্টে ৪৯৫০ টাকা চলে গেছে, যদি টাকাটা ফেরত দেন খুশি হব,আপনি মোবাইলে এস এম এস দেখেন তারপর টাকাটা দেন!
মোবাইলে দেখলাম ৪৯৫০ টাকা ক্যাশ ইন এস এম এস। তা দেখে সাথে সাথে আমার একাউন্ট থেকে ৪৯৫০ টাকা পাঠিয়ে দিলাম তার কথা মত মোবাইলে নাম্বার  তুলে! আমার মোবাইলে আছে এখন প্রায় ৪৫ টাকা
ভাই বলতে পারেন কেন টাকা একাউন্টে দেখাচ্ছেনা?
আমি মোবাইলটা নিয়ে দেখলাম একটা মোবাইল নাম্বার থেকে এস এম এস টা পাঠানো হয়েছে যা কোন কোম্পানির  নয় মুলত ফরোয়ার্ড এস এম এস!
কোন ক্যাশ ইন হয়নি লোকটা প্রতারনার শিকার হয়েছে যার সমাধান কেউ দিতে পারেনি!!!!

*তাই মোবাইল নাম্বারের  ক্যাশ ইন এস এম এস দেখে কাউকে টাকা ফেরত দেবেন না।
*কারও কথায় মোবাইলে বোতামে চাপ দেবেন না নিশ্চিত হয়ে তার পর দিন।
*কাউকে গোপন নাম্বার বলবেন না তিনি যত বড় কর্মকর্তা হোক।
*যদি মনে করেন এই লেখার জন্য কারও উপকার হবে তবে নিশ্চয় শেয়ার করবেন.....
আল্লাহ হাফেজ......
প্রতারণার নব ফাঁদ প্রথম পর্ব পড়ুন
প্রতারণার নব ফাঁদ তৃতীয় পর্ব পড়ুন

SEX IS NOT FOR SHOW

শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭

ঝরছে বারি ঝরঝর

ঝরছে বারি ঝরঝর
রাত পেরিয়ে দিনভর;
হাটতে লাগে সম্বল
রাস্তা ঘাট কাঁদা জল!
সুর্য লুকালো মুখ আদরে
কালো মেঘে ঢাকা চাদরে!
লতাপাতা সব হাসছে
বৃষ্টির জলে চকচকাচ্ছে;
আহা! যেন কি শান্তি
বৃক্ষের নেই কোন ক্লান্তি!
ওহে বৃক্ষ তোমরা হেসোনা
কাল গাঁয়ে কিছু থাকবেনা!
বৃষ্টির শব্দে থেমে গেছে সব
চারিদিকে যেন শুধু নিরব!
কোথায় গেলো হই চই
কোথায় গেল কলরব?

সাদা মনে কাদা! (কবিতা)

সাদা মনে কাদা!
------------------------
আমার সাদা মনে যারা
কাদা মাঁখিছে;
আমার মন তাদের জন্য
ক্ষমা চাহিছে।
মনের কাদা সরাতে
আমি যতটা ক্লান্ত;
ওহে বিধি তাদের তুমি
কর আরও বেশী শান্ত।
সময় অসময়ে যারা
আমাকে কাঁদাল;
আমার মনের আঘাতে
চোখের জল বুকে গড়াল!
ওহে বিধি তুমি তাদের
রাখ আরও বেশী সুখে;
কৃতজ্ঞতায় চোখের জল
থাকুক তাদের বুকে।
হৃদয় এখন কষ্টের নদী
জোয়ার যেন আসে;
সকল ব্যাথা সয়ে যেন
মুখটা আমার হাসে।
যাদের নিয়ে সুখে দুঃখে
আমার অতীত কেটেছে;
শুনতে যেন পাই বিধি
তারা মহা সুখে আছে।
কেমন আছি প্রশ্নে যেন
ভাল আছি বেশ;
প্রশ্নবানে মনটা যেন
হয় সাদার চেয়েও বেশ।
20-10-15ইং4:34am