তোমায় ঘুষ দিতে হবে!
ঘুষের টাকা দাও গো আগে
তোমার নামটা আগে রবে!
প্রাণটা যদি যায় কারো যাক
তার কি আসে যায়!
সুখে রবে তার পরিবার
পাইলে ঘুষের কামায়!
মাসের বেতন তাঁসে যাবে
রইলে সে উপবাস রবে!
বউ পোলা সুখে রবে
হইলে উপরি কামায়!
ফাঁদ পাতে ডাকাতেরা
ফেলে আইনের জাল!
ছাড়া পাবি দিলে আমায়
বিকিঁয়ে ঘরের তাল!
স্বাধীন দেশের নাগরিক
আটকা অসাধুর ফাঁদে!
উপায় খুজে না পেলে
শুধু নিরবে কাঁধে!
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!