আমার বন্ধু হবি কি?
তোর সাথে আমার
বিপরিত মিল দেখি।
তোর ভাটার পরে জোয়ার আসে
একের পর আরেক,
আমার শুধু দুঃখের জোয়ার
সুখের জোয়ার আসবে কবে
জানে ঐ মালেক।
ডেউয়ের আঘাতে আঘাতে
তোর পাড় ভেঙ্গে যায়,
আমার হৃদয়ে প্রচুর আঘাত
কারও দেখার সাধ্য নায়।
ও কর্ণফুলি তুই...
আমার বন্ধু হবি কী?
মানুষকে না দেখাবার
মন্ত্র শিখবে কী?
আসলে জোয়ার তোর বুকে
বৃক্ষরাজি ফুলেরা হাসে,
আসলে জোয়ার আমার বুকে...
আমার চেহারায় ভাসে।
জোয়ারের সময় তোর
হয় শাঁ শাঁ কলরব,
ভাটার সময় কেমন করে
থাকিস এতই নিরব!
সুখের জোয়ার আসলে বুকে
হই খুশির আলোডন!
হারাবার কালে বুকে
হয় দারুণ বিষ্পোরণ!
কর্ণফুলি তুই বাচিয়ে রেখেচিছ
অজশ্র কোটি প্রাণ,
আমি চরি অন্যের ক্ষেতে
পরিশ্রম তার সম্মান।
কলকারখানার বজ্য মলে,
সিমানা প্রাচীর দিয়ে বার বার
চলে তোকে ধ্বংশের আহবান।
তবুও বয়ে চল নিজ পথে
দিয়ে জীবিকার সন্ধান।
কর্ণফুলি তুই কতই উদার
মহান আল্লাহর দান,
নিশ্চয় গেয়ে যাস
তার গুণগান।
ও কর্ণফুলি তুই
আমার বন্ধু হবি কী?
তোর সুখগুলো দিবি
আমার দুঃখগুলো নিবি।
27/03/2015
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন