মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

মানুষ!

মানুষ হতে সাধনা লাগে
পশু হতে লাগে না!
মানুষের ঘরে জন্মনিলে
মানুষ হওয়া যায় না!
অনেক আয়ু করে বর্জন
সার্টিফিকেট করলে অর্জন!
মানুষ হওয়ার জন্য
একটু শিক্ষা নিলে না!
মানুষ হতে সাধনা লাগে
পশু হতে লাগে না!
নিত্য কর চলা ফেরা
সব মানুষের দলে
পশু নাকি মানুষ তুমি
তোমার কর্ম দেবে বলে!




কোন মন্তব্য নেই: