প্রতারনা! (২য়)
নিশ্চয় শিরোনামে জানতে পেরেছেন কি বিষয় নিয়ে লিখব।
চলুন জানা যাক,
সেদিন আমি মোবাইল এজেন্টদের দোকানে গেলাম মোবাইলে ক্যাশ ইন করব বলে। ক্যাশ ইন করে নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করছিলাম হঠাৎ একটা লোক বলল ভাই আমার মোবাইলে একজন ভুলে টাকা পাঠিয়েছে ৪৯৫০ টাকা, এখন মোবাইলে টাকা দেখাচ্ছেনা কেন বলতে পারেন? দোকানদ্বার বলল বুঝলাম না!
লোকটি পুণরায় বলল,সকালে আমার পরিচিত একজন মোবাইলে টাকা পাঠাল ৫০০০টাকা,ঘন্টা কানেক পর আরেক জন কল করে বলে ভাইয়া আমার মোবাইল থেকে আপনার একাউন্টে ৪৯৫০ টাকা চলে গেছে, যদি টাকাটা ফেরত দেন খুশি হব,আপনি মোবাইলে এস এম এস দেখেন তারপর টাকাটা দেন!
মোবাইলে দেখলাম ৪৯৫০ টাকা ক্যাশ ইন এস এম এস। তা দেখে সাথে সাথে আমার একাউন্ট থেকে ৪৯৫০ টাকা পাঠিয়ে দিলাম তার কথা মত মোবাইলে নাম্বার তুলে! আমার মোবাইলে আছে এখন প্রায় ৪৫ টাকা
ভাই বলতে পারেন কেন টাকা একাউন্টে দেখাচ্ছেনা?
আমি মোবাইলটা নিয়ে দেখলাম একটা মোবাইল নাম্বার থেকে এস এম এস টা পাঠানো হয়েছে যা কোন কোম্পানির নয় মুলত ফরোয়ার্ড এস এম এস!
কোন ক্যাশ ইন হয়নি লোকটা প্রতারনার শিকার হয়েছে যার সমাধান কেউ দিতে পারেনি!!!!
*তাই মোবাইল নাম্বারের ক্যাশ ইন এস এম এস দেখে কাউকে টাকা ফেরত দেবেন না।
*কারও কথায় মোবাইলে বোতামে চাপ দেবেন না নিশ্চিত হয়ে তার পর দিন।
*কাউকে গোপন নাম্বার বলবেন না তিনি যত বড় কর্মকর্তা হোক।
*যদি মনে করেন এই লেখার জন্য কারও উপকার হবে তবে নিশ্চয় শেয়ার করবেন.....
আল্লাহ হাফেজ......
প্রতারণার নব ফাঁদ প্রথম পর্ব পড়ুন
প্রতারণার নব ফাঁদ তৃতীয় পর্ব পড়ুন
নিশ্চয় শিরোনামে জানতে পেরেছেন কি বিষয় নিয়ে লিখব।
চলুন জানা যাক,
সেদিন আমি মোবাইল এজেন্টদের দোকানে গেলাম মোবাইলে ক্যাশ ইন করব বলে। ক্যাশ ইন করে নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করছিলাম হঠাৎ একটা লোক বলল ভাই আমার মোবাইলে একজন ভুলে টাকা পাঠিয়েছে ৪৯৫০ টাকা, এখন মোবাইলে টাকা দেখাচ্ছেনা কেন বলতে পারেন? দোকানদ্বার বলল বুঝলাম না!
লোকটি পুণরায় বলল,সকালে আমার পরিচিত একজন মোবাইলে টাকা পাঠাল ৫০০০টাকা,ঘন্টা কানেক পর আরেক জন কল করে বলে ভাইয়া আমার মোবাইল থেকে আপনার একাউন্টে ৪৯৫০ টাকা চলে গেছে, যদি টাকাটা ফেরত দেন খুশি হব,আপনি মোবাইলে এস এম এস দেখেন তারপর টাকাটা দেন!
মোবাইলে দেখলাম ৪৯৫০ টাকা ক্যাশ ইন এস এম এস। তা দেখে সাথে সাথে আমার একাউন্ট থেকে ৪৯৫০ টাকা পাঠিয়ে দিলাম তার কথা মত মোবাইলে নাম্বার তুলে! আমার মোবাইলে আছে এখন প্রায় ৪৫ টাকা
ভাই বলতে পারেন কেন টাকা একাউন্টে দেখাচ্ছেনা?
আমি মোবাইলটা নিয়ে দেখলাম একটা মোবাইল নাম্বার থেকে এস এম এস টা পাঠানো হয়েছে যা কোন কোম্পানির নয় মুলত ফরোয়ার্ড এস এম এস!
কোন ক্যাশ ইন হয়নি লোকটা প্রতারনার শিকার হয়েছে যার সমাধান কেউ দিতে পারেনি!!!!
*তাই মোবাইল নাম্বারের ক্যাশ ইন এস এম এস দেখে কাউকে টাকা ফেরত দেবেন না।
*কারও কথায় মোবাইলে বোতামে চাপ দেবেন না নিশ্চিত হয়ে তার পর দিন।
*কাউকে গোপন নাম্বার বলবেন না তিনি যত বড় কর্মকর্তা হোক।
*যদি মনে করেন এই লেখার জন্য কারও উপকার হবে তবে নিশ্চয় শেয়ার করবেন.....
আল্লাহ হাফেজ......
প্রতারণার নব ফাঁদ প্রথম পর্ব পড়ুন
প্রতারণার নব ফাঁদ তৃতীয় পর্ব পড়ুন
SEX IS NOT FOR SHOW
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন