ভাবুক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভাবুক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

বায়ু!

বায়ুতে আয়ু বাড়ে
হইলে বায়ু চলাচল;
বেচেঁ থাকার জন্য বায়ু
একমাত্র্র সম্বল!

চলার পথে হলে বাধাঁ
শরীলে বাধে ধাঁধাঁ
সিংহ হয়ে যায়
এক পলকে গাঁধাঁ!

বায়ুতে আয়ু বাড়ে
বায়ুতে সুখ কাড়ে
বায়ুতে ঝামেলার কারণ
বায়ুতে জিবন মরন!

সারা দেহ সব জায়গায়
হয় বায়ু নিঃশ্বরন;
ত্রিবায়ুতে এই জগতে
সব কিছুর কারণ!

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

পোষা পাখি

যতই পুষি পাখিটারে
মানবে না সে পুষ!
সুযোগ পেলে উড়াল দেবে
দিয়া আমার দোষ!
তার যতনে মত্ত আমি
থাকলে আমার হুশ!
সুযোগ পেলে উড়াল দেবে
দিয়া আমার দোষ!
চলে গেলে পাখিটা
পড়ে রবে খাঁচা!
ভবের চাওয়া পাওয়া
সবে হয়ে যাবে মিছা!
মনটা আমার উদাস দুপুর
উল্লাসে পড়ে আছে তালা!
ওহে প্রভু আমায় নিয়ে
কেন খেলছ এত খেলা?
আমি তোমার হাতের পুতুল
কি ক্ষমতা আছে?
আমায় নাড়ার চাবিটা
রইছে তোমার কাছে!

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

মাটির একটা ঘর বানাইয়া

মাটির একটা ঘর বানাইয়া
রাখবে আমায় তার ভিতর;
কোথায় আছি কেমন আছি
কেউ পাবেনা মোর খবর।
আপন আমি যাদের কাছে
স্বরনে ফেলবে চোখের জল;
ঐ অন্তরের দোয়ায় হবে
আমার পাথেয় সম্বল।
বিশাল দালান সোনার পালঙ্ক
মকমলের বিছানা;
মরে গেলে ঐখানে পরে
কেউ আমারে রাখবেনা!
সর্বাঙ্গের সব পরিধান
স্বযত্নে খুলে নেবে;
তিন টুকরা সাদা কাপড়
আমায় পড়াইয়া দেবে।
খুলবে কাপড় কাঁদবে সবে
ঝরবে চাঁপা কান্নার জল;
নেওয়ার আগে দেবে আমায়
গরম জলে আখেরি গোসল।
মা-বাবা বড় ভাই বোনের ঘাঁড়ে
চড়তাম ছোট ছিলাম বলে;
সবার ঘাঁড়ে চড়ব সেদীন
শেষ চলে যাবার কালে।
লিখছি আমি এই কবিতা
ঘুমে সপ্নে আছি এখন;
সত্যি হবে সেদিন এই ঘুম
আমার ভেঙ্গে যাবে যখন।
যতই রঙ্গে থাকিসরে মন
সেকেন্ড ভুলে থাকিস না;
নবী মোদের মোহাম্মদ
আল্লাহ মালিক রাব্বানা।
15-10-15ইং11:00am

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯

ধোঁকা!

ভবের এই বাজারে.......,
সুখের নামে দুঃখ বিক্রি
হয় হাজার হাজারে....!

সবার লক্ষ সুখের দিকে
সুখ বাজারে নাই;
সুখের প্রলেপ নিয়া
দুঃখ ঘরে যায়!

দুঃখের বেপারি......
সুখের প্রলেপ নিয়া
সে করছে আহাজারি....

সুখ সেত হয় না ধরা
পাওয়া যায় না হাতে,
সেত বিক্রি হয়ে যায়
গভীর রাতে......।

চক্কু আর কানের দোষে
সুখ কে বেচে দেয়,
বিনিময়ে দুঃখ কে
চড়া দামে কিনে নেয়!

এই বাজারে সাথী যারা
দুঃখকে সুখ বুঝে...
আজও তাদের মাঝে
আমি রইয়াছি মজে!
১৯/০১/১৯ ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯

স্রষ্টার প্রেম


হাওয়ার প্রেমে হাওয়া মগ্ন
হাওয়ায় মত্ত মাটি;
খোরশেদ আলম বুঝেনা
কার প্রেম শতভাগ কাটি!
মাটির চাওয়া হাওয়া
আরও মাটির লোভে;
খোরশেদ আলম ভাবে
এই প্রেম কত দিন রবে?
হাওয়াকে আটকাতে হাওয়া
বানাল মাটির ঘর;
মাটির প্রেমে পড়েনি হাওয়া
চলে যাবে মেয়াদ পর।
মাটির ঘরে বন্ধি হাওয়া
হাওয়াতে প্রাণ সঞ্চার;
মাটির প্রেমে মগ্ন মাটি
হাওয়াতে তাই প্রেম তার।
পর প্রাণ নিয়ে মাটি
দেখায় নিজের ক্ষমতা;
মাঝে মাঝে হিংস্র সাজে
এইটা কার ব্যর্থতা?
হাওয়ার প্রেমে হাওয়া
মাটির প্রেমে মাটি;
খোরশেদ আলম বুঝেনা
কার প্রেম শতভাগ কাঁটি।
হাওয়াকে দিলে মুক্তি
চলে যাবে শুণ্যতে;
মাটির ঘর মাটি হয়ে
রবে পড়ে মাটিতে।
ভাবছে খোরশেদ আলম
তাহার বলতে ইচ্ছা হয়;
হাওয়াকে বিজিতে যেন
মাটির মনে লয়।
হাওয়া মাটি একই প্রেমে
যদি মজে তাদের মন
সফল হবে দুজনই
পাবে স্রষ্টার মন।
১৭-০১-১৬ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

মুসাফির!

এক সেকেন্ট নাই ভরসা
কখন কি হবে!
কিসের এত গৌরব তোমার
ক্ষনিকের এই ভবে!
হতে পার মহা ধনী
তুমি মহা বীর;
চলে যেতে হবে তোমায়
যেমন মুসাফির!
এক মালিকের একই মাল
প্যাকেট শুধু ভিন্ন!
ধনী গরিব কালো ধলো
ঐ প্যাকেটটার জন্য।
ছিড়ে ফেললে প্যাকেট তোমার
হবে সবার মত দাম;
এই ভবে হবে না জায়গা
তোমার লাশ হলে নাম!
১৬/১০/১৮ইং


লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮

মাটির একটা ঘর বানাইয়া

মাটির একটা ঘর বানাইয়া
মোহাম্মদ খোরশেদ আলম
------------------------
মাটির একটা ঘর বানাইয়া
রাখবে আমায় তার ভিতর;
কোথায় আছি কেমন আছি
কেউ পাবেনা মোর খবর।
আপন আমি যাদের কাছে
স্বরনে ফেলবে চোখের জল;
ঐ অন্তরের দোয়ায় হবে
আমার পাথেয় সম্বল।
বিশাল দালান সোনার পালঙ্ক
মকমলের বিছানা;
মরে গেলে ঐখানে পরে
কেউ আমারে রাখবেনা!
সর্বাঙ্গের সব পরিধান
স্বযত্নে খুলে নেবে;
তিন টুকরা সাদা কাপড়
আমায় পড়াইয়া দেবে।
খুলবে কাপড় কাঁদবে সবে
ঝরবে চাঁপা কান্নার জল;
নেওয়ার আগে দেবে আমায়
গরম জলে আখেরি গোসল।
মা-বাবা বড় ভাই বোনের ঘাঁড়ে
চড়তাম ছোট ছিলাম বলে;
সবার ঘাঁড়ে চড়ব সেদীন
শেষ চলে যাবার কালে।
লিখছি আমি এই কবিতা
ঘুমে সপ্নে আছি এখন;
সত্যি হবে সেদিন এই ঘুম
আমার ভেঙ্গে যাবে যখন।
যতই রঙ্গে থাকিসরে মন
সেকেন্ড ভুলে থাকিস না;
নবী মোদের মোহাম্মদ
আল্লাহ মালিক রাব্বানা।
15-10-15ইং11:00am

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

সোমবার, ২৮ মে, ২০১৮

আমি কে?


আমিতো আমাতেই
হারিয়ে যায়;
আমি কে?
এই হিসেব মিলেনা।
কোথায় ছিলেম,এলেম কোথা
কোনটা আসল ঠিকানা।
আমিতো আমাতেই
হারিয়ে যায়;
আমি কে?
এই হিসেব মিলেনা।
মায়ের গর্ভ মোর জন্মভূমি
পিতা করেছে বীজ বপন;
সেই বীজে মোর জন্ম হল
করল তারা লালন পালন।
কালের সাথে তাল মিলিয়ে
যখন বড় হলেম;
মা-বাবার কোল হতে
দূর হয়ে এলেম।
দুনিয়ার ধর্ম,সংসার কর্ম
করিতে সম্পাদন;
কালের সাথে আর পারবনা
বরণ করতে হবে মরন।
সমাহীত হব যখন
যে যেই খানে;
বন্ধু হই বা শত্রু হই
আমায় পাবে কোন খানে?
এই পৃথিবী ছিল
আছে থাকবে জানি;
থাকব না শুধু
 তুমি আর আমি।
বৃদ্ধ ধরা রুপসী নারী
কেন? দেখায় তার যৌবন;
কেমন পাগল হলেম আমি!
তাতে ডুবে থাকে মন।
আমি কে?
কী নাম হবে তখন?

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

রবিবার, ২০ মে, ২০১৮

আমি আমারে ভুলে গেছি!

আমি আমারে ভুলে গেছি,
মনে যে পড়েনা.......
কোথায় আমার আসল বাড়ী
কোথায় আমার ঠিকানা!




জন্মের আগে মায়ের পেটে,
মায়ের আ-গে কই ?....
এই ভাবিয়া খোরশেদ আলম
রাত্রি জেগে রয়!
তোমরা যদি জান কেহ
আমায় বলে দাও না-----
কোথায় আমার আসল বাড়ী
কোথায় আমার ঠিকানা।

শিশু কালে মায়ের কোলে
যৌব কালে কর্মস্থলে,
করছি আয়ু পার;
জানিনা কোথায় আসল
ঠিকানা আমার!

আজকে আমি যেমন তেমন
কালকে কোথায় রব----
কোথায় গেলে দাদা-দাদী
নানা-নানীর দেখা পাব!
তোমরা যদি জান কেহ
আমায় বলে দাও না-----
কোথায় আমার আসল বাড়ী
কোথায় আমার ঠিকানা!

আমি আমারে ভুলে গেছি,
মনে যে পড়েনা.......
কোথায় আমার আসল বাড়ী
কোথায় আমার ঠিকানা!

ভিডিও


লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

শনিবার, ১৯ মে, ২০১৮

জিবন হল মহা সাগর!






জিবন হল মহাসাগর
দেহ হল নায়া;
মন হল তার মাঝি
যাচ্ছে নিরব বাইয়া!



মহাসাগর পাঁড়ি দিচ্ছি
তুলে নায়ার পাল;
নায়াটারে সাজাই সদা
মাঝি থাকবে কতকাল?
ঘাঁটে ঘাঁটে থামায় নায়া
মাঝির মনে কত কিছু;
চাওয়া পাওয়ার নাই হিসাব
সবি রইয়ে যায় পিছু!

১৮/০৫/১৭ইং





লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

রঙ্গীন খাঁচায় বন্ধি পাখি

চোখ দুটা বন্ধ করে
আসলাম এখন জগৎ ঘুরে;
মনে খুব পেরেশানি
রইলাম একলা বসিয়া।

আমি কে?
আমার কি?
কি আমার পরিচয়?
চোখের জলে বুক ভাসে
জানলে শেষ পরিনয়!

রঙ্গীন খাঁচায় বন্ধি পাখি
তারে নিয়ে সপ্ন আঁকি;
চলে গেলে আসবেনা আর
যতই তোমরা কর ডাকা ডাকি!

সপ্ন কিছু পূরুন হবে
থাকবে আরও বাকী;
আমারে আমি যখন
দিয়ে যাব ফাঁকি।

আমার থেকে আমি আলাদা
আমি চিনব না আমারে!
কে আছে এমন সাধক
আমায় বেঁধে রাখতে পারে?

আমারে ত্যাগিয়া আমি
হয়ে যাব অমর;
সুখ দুঃখের রশিদ পাব
যখন শেষ ঠিকানা কবর!

থাকবে ভবের সবকিছু
থাকব না শুধু আমি;
ভাল কাজে মেহমান
পাপের জন্য আসামী।

এইযে বিশাল দুনিয়া
হবে না আমার ঠাঁই;
আমার পাশে রব আমি
যেখানে রেখে এসেছে সবাই।

পাপী হলে পোড়াবে আমায়
পাশে রব যে আমি;
পালাতে চাইব যখন
অগ্নি রশিতে বাঁধিবে আসামী!

রঙ্গীন খাঁচায় বন্ধি পাখি
ভবের রঙ্গে রাঙ্গিছে;
পাপের মাঝে মন মজায়া
আমারে আজ পোড়াইছে!

কাঁদব আমি ঠিক তেমন
ভয়ে ঘুমে কাঁদে যেমন;
তোমরা আমায় কর দোয়া
এই দোয়ায় হবে পাওয়া।

কবরে ফুল চাইব না
মনের দোয়া চাই
আল্লাহর কাছে হাত তোল
যেন নাজাত পাই!
২৯-০৩-১৬ইং




রবিবার, ২৫ মার্চ, ২০১৮

আমি আমারে ভুলে গেছি

আমি আমারে ভুলে গেছি,
মনে যে পড়েনা.......
কোথায় আমার আসল বাড়ী
কোথায় আমার ঠিকানা!

জন্মের আগে মায়ের পেটে,
মায়ের আ-গে কই ?....
এই ভাবিয়া খোরশেদ আলম
রাত্রি জেগে রই!
তোমরা যদি জান কেহ
আমায় বলে দাও না-----
কোথায় আমার আসল বাড়ী
কোথায় আমার ঠিকানা।

শিশু কালে মায়ের কোলে
যৌব কালে কর্মস্থলে,
করছি আয়ু পার;
জানিনা কোথায় আসল
ঠিকানা আমার!

আজকে আমি যেমন তেমন
কালকে কোথায় রব----
কোথায় গেলে দাদা-দাদী
নানা-নানীর দেখা পাব!
তোমরা যদি জান কেহ
আমায় বলে দাও না-----
কোথায় আমার আসল বাড়ী
কোথায় আমার ঠিকানা!

আমি আমারে ভুলে গেছি,
মনে যে পড়েনা.......
কোথায় আমার আসল বাড়ী
কোথায় আমার ঠিকানা!

ভিডিও টি ক্লিক করুন!

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

অভিনয়!

অভিনয়
----------------------------
মাঝে মাঝে নিজেকে
পাগল পাগল মনে হয়;
যেন পান্ডুলিপি হাতে
করছি পাগলের অভিনয়!
যার চরিত্র যেমন আঁকা
তারে তেমন দেখা যায়;
কালকে যে রাজা ছিল
আজ সে ফুতপাতে ঘুমায়!
গত বালক আজকে বাবা
কাল দাদা পরশু পর্ব শেষ;
সবার কাধে চড়ে যাবে সে
আর পাবেনা হবে নিরুদ্দেশ!
কেউ কাঁদে কেউ হাসে
আবার কেউ করে ভন্ডামি;
একলা বসে ভাবছে খোরশেদ
একী হচ্ছে আমার পাগলামি?
১৭/০১/১৭ইং