মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

মাটির একটা ঘর বানাইয়া

মাটির একটা ঘর বানাইয়া
রাখবে আমায় তার ভিতর;
কোথায় আছি কেমন আছি
কেউ পাবেনা মোর খবর।
আপন আমি যাদের কাছে
স্বরনে ফেলবে চোখের জল;
ঐ অন্তরের দোয়ায় হবে
আমার পাথেয় সম্বল।
বিশাল দালান সোনার পালঙ্ক
মকমলের বিছানা;
মরে গেলে ঐখানে পরে
কেউ আমারে রাখবেনা!
সর্বাঙ্গের সব পরিধান
স্বযত্নে খুলে নেবে;
তিন টুকরা সাদা কাপড়
আমায় পড়াইয়া দেবে।
খুলবে কাপড় কাঁদবে সবে
ঝরবে চাঁপা কান্নার জল;
নেওয়ার আগে দেবে আমায়
গরম জলে আখেরি গোসল।
মা-বাবা বড় ভাই বোনের ঘাঁড়ে
চড়তাম ছোট ছিলাম বলে;
সবার ঘাঁড়ে চড়ব সেদীন
শেষ চলে যাবার কালে।
লিখছি আমি এই কবিতা
ঘুমে সপ্নে আছি এখন;
সত্যি হবে সেদিন এই ঘুম
আমার ভেঙ্গে যাবে যখন।
যতই রঙ্গে থাকিসরে মন
সেকেন্ড ভুলে থাকিস না;
নবী মোদের মোহাম্মদ
আল্লাহ মালিক রাব্বানা।
15-10-15ইং11:00am

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

কোন মন্তব্য নেই: