মন চাই উড়ে যায়
ঐ আকাশ পানে..
হাঁয়রে মিছে মাঁয়া
বার বার পিছে টানে!
সব বাঁধা ভুলে যখন
আবার উঁড়তে চাই!
পড়ে যায় বার বার
আমার যে ডানা নাই!
কত শত হেরেছি
কত বার কেঁদেছি
আজও আছি সেই রাস্তায়!
ডানাহীন উড়ব ঐ আকাশে
আজও আছি সেই আস্থায়!
নয় কাউকে ঠকাতে,
নয় কাউকে কাঁদাতে,
দেখতে সবার হাসি মাঁখা মুখ !
সবাই যদি সুখি হয়
তবেই হবে আমার সুখ!
১৮/১০/১৯ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন