শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭

প্রতারনার নতুন ফাঁদ!

প্রিয় বন্দুরা চারিদিকে প্রতারকরা প্রতারনার জাল বিছিয়ে রেখে নিরবে পাহারা দেয় শিকার করার জন্য, যদি কেউ আটকে যায়, দৌড়ে গিয়ে সাধুর বেশে শিকার করে নেয়, অসহায় হয়ে রয় শিকার "রক্ষা কর হে প্রভু আমি নিরুপায়" সেই রকম একটা নতুন ফাঁদ নিয়ে লেখা আজকের বিষয়!

বিষয়টা হচ্ছে একটা মোবাইলের সিম।প্রতারক চক্র মোবাইলের সিমে ১০০/২০০ টাকা রেখে জনবহুল রাস্তায় বা একটা জায়গায় ফেলে দিয়ে নিরবে চলে যায়,  (মনে রাখতে হবে এটা তাদের ফাঁদ শিকার করার জন্য) পরে যদি কেউ মোবাইলের সিমটা পেয়ে চালু করে তাহলে পাবে ১০০/২০০টাকা এই টাকার লোভে যদি সিমটা চালানো হয় বা ভাবা হয় যদি কেউ কল করে দিয়ে দেব, তাহলে আপনি শিকার হয়ে গেলেন। কেউ কল করে বলতে পারে ভাইয়া সিমটা আমার আপনি কোথায় পেলেন? আপনি সরল উত্তর দিয়ে দিলেন ভাই আমি সিমটা ঐ রাস্তায় পেয়েছি ঠিক আছে আপনি নিয়ে যান সিমের টাকা সিমে আছে আপনি নিয়ে যেতে পারেন যেকোন সময়, ঠিকানাটা বললেন।পুরোপুরি শিকার হয়ে গেলেন এখন শুধু চেয়ে থাকার পালা।
একটা সময় আসবে তারা দলবল নিয়ে আপনার দ্বারে, বলবে আমার মোবাইল কোথায়?২০,০০০টাকায় কিনছিলাম সেই দিন দোকান থেকে কেমন করে মেরে দিলি মোবাইলটা!যাক সত্য সত্য বলেছেন তাই আমরা ঝামেলা করতে চাই না মোবাইলটা দিয়ে দেন চলে যায়! নাহয় মানুষ ডাকতে বাধ্য হব।
এখন সরল মনে যতই বলেন ভাই সিম পেয়েছি মোবাইলের খবর জানিনা সত্যি বলছি আপনার মোবাইল আমি নেয় নি সিমটা পথের মধ্যে পেয়ে নিয়ে চালু করলাম ,কোন লাভ নেই সিম যেহেতু আপনার কাছে মোবাইল আপনি নিয়েছেন!বন্দুরা কি করবেন এখন?
নিজের মান সম্মান বাচাঁতে হাতে পায়ে দরে, যা পারেন দিয়ে চলে আসা ছাড়া কোন উপায় খুজে পাবেন না যেহেতু আপনি সম্মানি লোক, আর যদি কারও  ওরকম কোন দোষ থেকে থাকে তাহলে আর কোন কথায় নেই সবাই বলবে সে একটা চোর /মদখোর/ছিনতাইকারি ইত্যাদি! আপনি দিয়ে বাচঁলেন প্রতারকরা আপনার কাছ থেকে আদায় করে নিয়ে, আপনাকে দয়া করে  ছাড়ল!
আপনার ইচ্ছাটা হয়ত ভাল মানুষি, নয়ত ১০০/২০০ টাকার লোভ!পরিনামটা কি হল?
অপমানিত হলেন, মোটা অঙ্কের জরিমানা দিলেন সবার তাছে হেনস্তা হলেন!
আসুন আমরা এই রকম প্রতারকের হাত থেকে নিজে বাঁচি এবং অন্যকে বাঁচাই।

এই লেখাটা শুধু সিমের জন্য। মোবাইল পেলে চালু রাখবেন সঠিক ব্যক্তি যাচায় করে দিয়ে দিতে পারেন অন্যের উপকার হবে।


যদি এই লেখাটা আপনাদের ভাল লাগে তাহলে আমি সার্থক।




কোন মন্তব্য নেই: