ভুলে নাই আজও জাতি
ভুলে নাই ভুলে নাই;
রক্ত দিয়ে যারা লিখেছে
রাষ্ট্র ভাষা বাংলা চাই!
রাষ্ট্র ভাষা বাংলা চাই!
ভুলে নাই আজও জাতি
ভুলে নাই ভুলে নাই!
ভুলে গিয়ে পিতার স্নেহ
মায়ের পরম ভালভাসা;
নেমেছিল রাজপথে দাবীতে
বাংলা চাই রাষ্ট্র ভাষা!
হায়েনার গুলি কেমনে ভুলি
বিঁধিল ভাইয়ের গায়!
রক্তাক্ত হাতে চাপিয়া বুক
বলেছে রাষ্ট্রভাষা বাংলা চাই!
ভুলি নাই তোমাদের ভুলি নাই
প্রতিটি বাংলার বর্ণে বর্ণে
তোমাদের স্মৃতি খুজে পাই;
ভুলি নাই তোমাদের ভুলি নাই!
হৃদয় হতে আজ সারা বিশ্ব
তোমাদের শ্রদ্ধা জানাই!
২০/০২/১৭ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
চাঁদের মত সঙ্গী চাই না
মনের মত বন্ধু চাই;
চাঁদ পালাবে পক্ষ পরে
বন্ধুকে সদা পাওয়া যায়।
চাঁদের আলো দেখতে ভালো
অমাবশ্যায় পাওয়া দায়!
সেই হল আসল বন্ধু
যাকে বিপদে পাওয়া যায়।
সুখের সময় আসবে
দুঃখের সময় পাঁড়ি;
চাই না এমন বন্ধু
রইল চির আড়ি।
আমি যদি বন্ধু ভাবি
কেমনে ভাববে পর?
তোমার মনে হবে বন্ধু
আমার বসত ঘর।
তোমার সুখে হাসব আমি
কাঁদব তোমার দুঃখে
অনন্তকাল তোমায় আমি
রাখব আমার বুকে।
ভুলে নাই আজও জাতি
ভুলে নাই ভুলে নাই;
রক্ত দিয়ে যারা লিখেছে
রাষ্ট্র ভাষা বাংলা চাই!
রাষ্ট্র ভাষা বাংলা চাই!
ভুলে নাই আজও জাতি
ভুলে নাই ভুলে নাই!
ভুলে গিয়ে পিতার স্নেহ
মায়ের পরম ভালভাসা;
নেমেছিল রাজপথে দাবীতে
বাংলা চাই রাষ্ট্র ভাষা!
হায়েনার গুলি কেমনে ভুলি
বিঁধিল ভাইয়ের গায়!
রক্তাক্ত হাতে চাপিয়া বুক
বলেছে রাষ্ট্রভাষা বাংলা চাই!
ভুলি নাই তোমাদের ভুলি নাই
প্রতিটি বাংলার বর্ণে বর্ণে
তোমাদের স্মৃতি খুজে পাই;
ভুলি নাই তোমাদের ভুলি নাই!
হৃদয় হতে আজ সারা বিশ্ব
তোমাদের শ্রদ্ধা জানাই!
২০/০২/১৭ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
বুকের তাজা রক্ত দিয়ে
তোমরা যারা লিখেছ
বাংলাদেশের নাম;
অন্তরের অন্তস্থল থেকে
জানাই তোমাদের সালাম।
তোমরা একেঁছ লাল সবুজের পতাকা
তোমরাই এনেছ স্বাধীনতা
তোমরাই করেছ মুক্তি মোদের
হতে অন্যের অধীনতা।
তোমরা লিখেছ রক্ত দিয়ে
স্বাধীন বাংলাদেশের নাম;
অন্তরের অন্তস্থল থেকে
জানাই তোমাদের সালাম।
তোমরা ছিলে যোগ্য সেবক
তোমরাই আসল নেতা;
বিলিয়ে দিলে নিজের জীবন
ভেবে দেশ মাতার কথা।
তোমরা অস্ত্র ধরে যুদ্ধ করে
করলে জীবন দান;
বিনয় চিত্তে করছি স্বরন
আমরাও দেশ মাতার সন্তান।
বুকের তাজা রক্ত দিয়ে লিখেছ
স্বাধীন বাংলাদেশের নাম;
অন্তরের অন্তস্থল থেকে
জানাই তোমাদের সালাম।
১৪-১২-১৫ইং নেতা।
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
কিছু স্মৃতি অতি মধুময়
নিরবে হাসায়;
কিছু স্মৃতি অতি বিষাঁধ
নিরবে কাঁদায়!
স্মৃতি সেই স্মৃতি থাকে
ফিরে কবু আসেনা;
বিষাঁধের স্মৃতিতে আসে ঢেউ
জমে মনে বেদনা।
মধুর স্মৃতিতে বহে মনে
নিরব সুখের বাতাশ;
না পাওয়ার স্মৃতিতে
মনে দীর্ঘ নিঃশ্বাস।
আমি যেন না হই কারও
দুঃখের স্মৃতির কারণ;
আমার জন্য ভাঙ্গেনা যেন
কারও সরল মন।
সুজনে সুজন বাড়ায়
কুজনে কুজন;
বিষাঁধের স্মৃতি হোক
সুখের কারণ!
25-11-15ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
যখন তুমি আসবে
একান্ত আমার হয়ে;
তোমায় করব বরণ
ভাবছি কি নিয়ে।
নাইরে আমার অট্টালিকা
হয়নি বিলাসী আয়োজন;
তবুও আমি দাড়িয়ে আছি
নিয়ে প্রেম পিয়াসি মন।
জানিনা তোমার মন
কোন স্বপনে ভাসছে;
কিসে ভরাব তোমার তা
আমার হৃদয় ভাবছে।
ভালবাসা দেবার আশা
অতি আদর যত্নে;
মন কি তোমার ভরবে
নাকি ভরবে রত্নে?
নয় আমি অতি আধুনিক
মনটা নরম গরম অতি;
তোমার সুখ চাই সদা
চাইব না কোন ক্ষতি।
ভালবাসায় আকড়ে রাখব
আমার ভীষন তেষ্টা!
তোমায় রাখতে সুখে
আমার চলমান চেষ্টা।
পাইনি আমি কিছুই খুজে
পেলাম একটি ছোট্ট ফুল;
জানি তা চাওয়া নয়
ক্ষমা চাহি হলে ভুল!
15-11-15ইং 11:00pm
ও কর্ণফুলি তুই...
আমার বন্ধু হবি কি?
তোর সাথে আমার
বিপরিত মিল দেখি।
তোর ভাটার পরে জোয়ার আসে
একের পর আরেক,
আমার শুধু দুঃখের জোয়ার
সুখের জোয়ার আসবে কবে
জানে ঐ মালেক।
ডেউয়ের আঘাতে আঘাতে
তোর পাড় ভেঙ্গে যায়,
আমার হৃদয়ে প্রচুর আঘাত
কারও দেখার সাধ্য নায়।
ও কর্ণফুলি তুই...
আমার বন্ধু হবি কী?
মানুষকে না দেখাবার
মন্ত্র শিখবে কী?
আসলে জোয়ার তোর বুকে
বৃক্ষরাজি ফুলেরা হাসে,
আসলে জোয়ার আমার বুকে...
আমার চেহারায় ভাসে।
জোয়ারের সময় তোর
হয় শাঁ শাঁ কলরব,
ভাটার সময় কেমন করে
থাকিস এতই নিরব!
সুখের জোয়ার আসলে বুকে
হই খুশির আলোডন!
হারাবার কালে বুকে
হয় দারুণ বিষ্পোরণ!
কর্ণফুলি তুই বাচিয়ে রেখেচিছ
অজশ্র কোটি প্রাণ,
আমি চরি অন্যের ক্ষেতে
পরিশ্রম তার সম্মান।
কলকারখানার বজ্য মলে,
সিমানা প্রাচীর দিয়ে বার বার
চলে তোকে ধ্বংশের আহবান।
তবুও বয়ে চল নিজ পথে
দিয়ে জীবিকার সন্ধান।
কর্ণফুলি তুই কতই উদার
মহান আল্লাহর দান,
নিশ্চয় গেয়ে যাস
তার গুণগান।
ও কর্ণফুলি তুই
আমার বন্ধু হবি কী?
তোর সুখগুলো দিবি
আমার দুঃখগুলো নিবি।
27/03/2015
----_---- ---_---
ওগো বন্ধু বধূ আমার
খোল খোল ভালবাসার দ্বার;
কত বসন্ত করেছি অপেক্ষা
চেয়ে আছি পথ তোমার।
তুমি আসবে আমার বুকে
নিয়ে অকৃত্রিম ভালবাসা;
আমি চোখ বুঝে নেব তাই
বুকে বেঁধেছি চাতকের বাসা।
বুঝিনু আল্লাহ করেছে পূরুন
তোমাতেই মুগ্ধ আমার দু-নয়ন;
তোমার সুখ তালাশ করি বন্ধু
করিব বন্ধু আমি অবিরাম;
তুমি দিয়েছ ভালবাসার স্বাদ
জানিনা আমি কি দিলাম?
ওগো বধূ বন্ধু আমার
তোমার তরে হোক দয়া
মহান আল্লাহ তালার।
১৫-০২-১৬ইং
fun video
সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭
রাষ্ট্র ভাষা বাংলা চাই
মোহাম্মদ খোরশেদ আলম
----------------------------------
ভুলে নাই আজও জাতি
ভুলে নাই ভুলে নাই;
রক্ত দিয়ে যারা লিখেছে
রাষ্ট্র ভাষা বাংলা চাই!
রাষ্ট্র ভাষা বাংলা চাই!
ভুলে নাই আজও জাতি
ভুলে নাই ভুলে নাই!
ভুলে গিয়ে পিতার স্নেহ
মায়ের পরম ভালভাসা;
নেমেছিল রাজপথে দাবীতে
বাংলা চাই রাষ্ট্র ভাষা!
হায়েনার গুলি কেমনে ভুলি
বিঁধিল ভাইয়ের গায়!
রক্তাক্ত হাতে চাপিয়া বুক
বলেছে রাষ্ট্রভাষা বাংলা চাই!
ভুলি নাই তোমাদের ভুলি নাই
প্রতিটি বাংলার বর্ণে বর্ণে
তোমাদের স্মৃতি খুজে পাই;
ভুলি নাই তোমাদের ভুলি নাই!
হৃদয় হতে আজ সারা বিশ্ব
তোমাদের শ্রদ্ধা জানাই!
শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
♥ ভালবাসি তোমাকে♥
তুমি ছাড়া ভাল লাগেনা
আকাশের ঝলমলে তঁারা....,
ভাল লাগেনা চঁাদের হাসি;
বলতে বার বার ইচ্ছে করে
ওগো প্রিয়া তোমায় ভালবাসি!
ওগো প্রিয়া তোমায় ভালবাসি!
ফুল গুলো সব ভুল মনে হয়
ফুল শুধু ভাবি আমি তোমাকে....;
ওগো প্রিয়া আমার, চাই আমি
তোমার সুঘ্রাণ দিও শুধু আমাকে!
তুমি ছাড়া ভাল লাগেনা
ভাল লাগেনা ফুলের বাগান,
ভাল লাগেনা ফুলের হাসি!
বলতে বার বার ইচ্ছে করে
ওগো প্রিয়া তোমায় ভালবাসি!
ভাল লাগেনা মেলা হৈ চৈ
হৃদয় থাকে সদা নিরব!
তোমায় যখন কাছে পায়
মনে হয় দারুন উৎসব!
ভাল লাগেনা কোন কিছু
তুমি ছাড়া সব বাসি;
ওগো প্রিয়া বলছি তোমায়
তোমাকে আমি ভালবাসি!
২০/১২/১৬ ইং
পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশের মানুষ ও ভালবাসা দিবসটি পালন করেছে।আমি ও এর বিপক্ষে নই,আমিও চাই প্রত্যেক মানব অন্তরে ভালবাসার জন্য সম্মান জাগ্রত হোক!
মুলত যৌবনের আগমনে কিছু যুবক যুবতি পরিবার কিংবা সমাজের অগোচরে ভালবাসা নামক সর্ম্পকে জড়িয়ে পড়ে। ধীরে ধীরে তারা হৃদয়ের বিনিময়ে গভীর প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে যায়।পরে বুঝতে পারে তাদের ভালবাসা সফল হবে না বাধার কারণে। তাই যারা অগোচরে নিজেদের জীবনকে ভালবাসার কাছে উৎসর্গ করে দিয়েছে,তাদের ভালবাসাকে সামাজিক ভাবে স্মৃকৃতি দিয়ে, পৃথিবীর সকল ভালবাসাকে সম্মান জানানোর জন্য দিনটির আয়োজন!
ভালবাসা ছাড়া পৃথিবীর কোন কিছুই সম্ভব নয়। স্রষ্টার ভালবাসা না থাকলে যেমন এই পৃথিবী হত না! পিতা-মাতার ভালবাসা না থাকলে আমরা সুন্দর পৃথিবীর আলোই দেখতাম না!
আমরা দুনিয়ায় আসার দশমাস আগে থেকে মা আমাদের জন্য কষ্ট করেছেন! জীবনের ঝুকি নিয়ে আমাদেরকে ভুমিষ্ট করেছেন,তারপর আমাদের জীবনকে সাজিয়েছে তিলে তিলে!এটা কি মায়ের ভালবাসা নয়?
পিতা আমাদের কল্যানে জীবনের সকল সঞ্চয় বিলিয়েছন,ভাল খাবার নিজে না খেয়ে আমাদের খাওয়াতেন,এটা কি পিতার ভালবাসা নয়?
ছোট ভাই/বোনটি যখন কাঁদছিল/খেলছিল তখন বড় ভাই/বোন কোলে নিয়ে চুমা দিয়ে দুলাচ্ছিল,এটা কি বড়দের ভালবাসা নয়?
বড় ভাই/বোন বাহির থেকে আসবে বলে আশা করে করে যে দাড়িয়ে রইল,জড়িয়ে ধরে আদর করল,তা কি ছোটদের ভালবাসা নয়?
প্রত্যহ যে প্রতিবেশি আমাকে দেখে কেমন আছ বলে প্রশ্ন করে,এটা কি প্রতিবেশির ভালবাসা নয়?
যে গুরু সবটুকু মেধা দিয়ে আমাদেরকে বুঝিয়েছে ভাল আর মন্দ,এটা কি গুরুর ভালবাসা নয়?
যে সকল বীর শহীদেরা আমাদের দেশ ও ভাষার জন্য জীবন দিয়ে আমাদের করেছে স্বাধীন,এটা কি তাদের ভালবাসা নয়?
আমাদের চারপাশের মানুষ গুলো প্রতিনিয়ত আমাদের ভাল খারাফ চিন্তা করে বসবাসের উপযোগি করে রেখেছে,এটাও কি ভালবাসা নয়?
সকল প্রশ্নের উত্তর হ্যা হওয়া সত্বেও মানুষ এই সকল ভালবাসাকে ঠিকিয়ে রাখতে আরও একটি ভালবাসার প্রয়োজন বোধ করে,সেটা হল বিপরীত লিঙ্গের ভালবাসা।
এই ভালবাসাকে পুজি করে বিদেশী প্রচার মাধ্যম গুলোর উসকানিতে আমাদের যুব সমাজ হারিয়ে যাচ্ছে পশুর রাজ্যে!ভুলে যাচ্ছে মানব সভ্যতা কাকে বলে, ভুলে যাচ্ছে আগের ভালবাসা গুলোকে। নকল করে পাশ করে যেমন জ্ঞান অর্জন সম্ভব নয়, তেমন আগের ভালবাসা গুলোকে মুল্যায়ন না করে ভালবাসা যায় না!
আসুন রাসুল (সঃ) এর কিছু হাদীস মেনে চলি,এবং ভালবাসতে শিখি
*তোমরা আত্বীয়তার সম্পর্ক ছিহ্ন করিও না!
*প্রতিবেশির হক আদায় কর।
*দেশ প্রেম ঈমানের অঙ্গ!
*যে বিবাহ করল সে অর্ধেক দ্বীন পুরা করল।
* চরিত্রবান স্ত্রী স্বামীর জন্য শ্রেষ্ট সম্পদ!
* সে পুরুষ ভাল যে তার স্ত্রীর নিকট ভাল।
আসুন বেহায়াপনা ও অশ্লীলতাকে ত্যাগ করে সত্যিকারের ভালবাসাকে ভালবাসতে শিখি!
১৪/০২/১৭ইং