ভুলে নাই আজও জাতি
ভুলে নাই ভুলে নাই;
রক্ত দিয়ে যারা লিখেছে
রাষ্ট্র ভাষা বাংলা চাই!
রাষ্ট্র ভাষা বাংলা চাই!
ভুলে নাই আজও জাতি
ভুলে নাই ভুলে নাই!
ভুলে গিয়ে পিতার স্নেহ
মায়ের পরম ভালভাসা;
নেমেছিল রাজপথে দাবীতে
বাংলা চাই রাষ্ট্র ভাষা!
হায়েনার গুলি কেমনে ভুলি
বিঁধিল ভাইয়ের গায়!
রক্তাক্ত হাতে চাপিয়া বুক
বলেছে রাষ্ট্রভাষা বাংলা চাই!
ভুলি নাই তোমাদের ভুলি নাই
প্রতিটি বাংলার বর্ণে বর্ণে
তোমাদের স্মৃতি খুজে পাই;
ভুলি নাই তোমাদের ভুলি নাই!
হৃদয় হতে আজ সারা বিশ্ব
তোমাদের শ্রদ্ধা জানাই!
২০/০২/১৭ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন