রবিবার, ৩০ জুন, ২০১৯
নির্বাক কবি আজ
নির্বাক কবি আজ
পায় না ভাষা খুজে!
অবাক চেয়ে রয়
করছি বাস কোন সমাজে?
চেনা জানা মানুষ গুলো
যেন আজ চির অচেনা!
বুকের রক্ত পান করছে
একটু ও ভাবছে না!
খেলার সাথী পড়ার সাথী
ডাক দিয়ে নিয়ে যায়
কেমন নিষ্ঠুর হচ্ছে মানুষ
আগুন দিচ্ছে গায়!
খোরশেদ আলম বলে
এরা মানুষ রুপি হায়েনা!
ধর্ষন করে মা বোনদের
আবার বাঁচতে দেয় না!
মা বোনদের হয়েছে
পথ চলা কঠিন দাঁয়!
চারিপাশে শকুনের দল
ঝাপটে আসে গায়!
মানুষ রুপি কুৃকুর গুলো
আজ বেহায়া বেশরম
রাস্তা ঘাটে পার্কগুলোতে
ডেটিং অশ্লীলতা চরম!
নির্বাক কবি ভাবছে
কেন এমন হল!
চারিদিকে কোপাকোপি
মানুষ কোথায় গেল?
মানুষ রুপি রাক্ষসগুলো
তাদের দিচ্ছে সাহস পাক্কা!
জাগবে যখন মানুষ জাতি
পশু তোদের কে করিবে রক্ষা?
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন