শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

প্রতিবাদ!

ঘুমিয়ে আছে বিবেক
মানবতা নাই!
মারছে মানুষ অগনিত
মানুষ রুপি হায়েনাই!
মরলে হায়েনা,ধরে বাইনা
করে মানবতা ফেরি;
বিবেক জাগ্রত হতে
আর কত হবে দেরি?
ঘুমিয়ে আজ বিশ্ব বিবেক
দেখনা খুলে নয়ন;
অঝোরে কাঁদছে যারা
সবাই সবার স্বজন।
কতৃত্ব আর ক্ষমতার লোভে
হয়ে আছে আজ অন্ধ!
রাজ পথে রক্তের বন্যা
চিল শকুনের গন্ধ!
বিবেকে জাগ্রত কর
উচু করে নিজ হাত;
যার যার জায়গা থেকে
করি হায়েনার প্রতিবাদ।
২৯/০৮/১৯ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

কোন মন্তব্য নেই: