চোখ দুটা বন্ধ করে
আসলাম এখন জগৎ ঘুরে;
মনে খুব পেরেশানি
রইলাম একলা বসিয়া।
আমি কে?
আমার কি?
কি আমার পরিচয়?
চোখের জলে বুক ভাসে
জানলে শেষ পরিনয়!
রঙ্গীন খাঁচায় বন্ধি পাখি
তারে নিয়ে সপ্ন আঁকি;
চলে গেলে আসবেনা আর
যতই তোমরা কর ডাকা ডাকি!
সপ্ন কিছু পূরুন হবে
থাকবে আরও বাকী;
আমারে আমি যখন
দিয়ে যাব ফাঁকি।
আমার থেকে আমি আলাদা
আমি চিনব না আমারে!
কে আছে এমন সাধক
আমায় বেঁধে রাখতে পারে?
আমারে ত্যাগিয়া আমি
হয়ে যাব অমর;
সুখ দুঃখের রশিদ পাব
যখন শেষ ঠিকানা কবর!
থাকবে ভবের সবকিছু
থাকব না শুধু আমি;
ভাল কাজে মেহমান
পাপের জন্য আসামী।
এইযে বিশাল দুনিয়া
হবে না আমার ঠাঁই;
আমার পাশে রব আমি
যেখানে রেখে এসেছে সবাই।
পাপী হলে পোড়াবে আমায়
পাশে রব যে আমি;
পালাতে চাইব যখন
অগ্নি রশিতে বাঁধিবে আসামী!
রঙ্গীন খাঁচায় বন্ধি পাখি
ভবের রঙ্গে রাঙ্গিছে;
পাপের মাঝে মন মজায়া
আমারে আজ পোড়াইছে!
কাঁদব আমি ঠিক তেমন
ভয়ে ঘুমে কাঁদে যেমন;
তোমরা আমায় কর দোয়া
এই দোয়ায় হবে পাওয়া।
কবরে ফুল চাইব না
মনের দোয়া চাই
আল্লাহর কাছে হাত তোল
যেন নাজাত পাই!
২৯-০৩-১৬ইং
আসলাম এখন জগৎ ঘুরে;
মনে খুব পেরেশানি
রইলাম একলা বসিয়া।
আমি কে?
আমার কি?
কি আমার পরিচয়?
চোখের জলে বুক ভাসে
জানলে শেষ পরিনয়!
রঙ্গীন খাঁচায় বন্ধি পাখি
তারে নিয়ে সপ্ন আঁকি;
চলে গেলে আসবেনা আর
যতই তোমরা কর ডাকা ডাকি!
সপ্ন কিছু পূরুন হবে
থাকবে আরও বাকী;
আমারে আমি যখন
দিয়ে যাব ফাঁকি।
আমার থেকে আমি আলাদা
আমি চিনব না আমারে!
কে আছে এমন সাধক
আমায় বেঁধে রাখতে পারে?
আমারে ত্যাগিয়া আমি
হয়ে যাব অমর;
সুখ দুঃখের রশিদ পাব
যখন শেষ ঠিকানা কবর!
থাকবে ভবের সবকিছু
থাকব না শুধু আমি;
ভাল কাজে মেহমান
পাপের জন্য আসামী।
এইযে বিশাল দুনিয়া
হবে না আমার ঠাঁই;
আমার পাশে রব আমি
যেখানে রেখে এসেছে সবাই।
পাপী হলে পোড়াবে আমায়
পাশে রব যে আমি;
পালাতে চাইব যখন
অগ্নি রশিতে বাঁধিবে আসামী!
রঙ্গীন খাঁচায় বন্ধি পাখি
ভবের রঙ্গে রাঙ্গিছে;
পাপের মাঝে মন মজায়া
আমারে আজ পোড়াইছে!
কাঁদব আমি ঠিক তেমন
ভয়ে ঘুমে কাঁদে যেমন;
তোমরা আমায় কর দোয়া
এই দোয়ায় হবে পাওয়া।
কবরে ফুল চাইব না
মনের দোয়া চাই
আল্লাহর কাছে হাত তোল
যেন নাজাত পাই!
২৯-০৩-১৬ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন