শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮
ফাঁদে যেন না পড়ি!
মা বাবা গুরুজনে দিত
যখন আমাকে সু শিক্ষা;
তাদের ফাঁকি দিয়ে তখন
তোর দলে নিতাম দীক্ষা।
আমি তোরে চিনতাম না
হইলি মোর আপন;
আমার শিরা উপশিরা দিয়ে
তুই করিস গমন!
বুঝতাম না ভাল মন্দ
লাগত মনে খুব খুশি!
আজ বুঝি নিজের গলায়
লাগিয়েছি নিজে ফাঁসি!
আমাকে তুই বোঝাতে চাস
আমি তোর খুব প্রিয়;
আমাকে ফেলতে ফাঁদে
তোর চেষ্টা ছিল অতুলনীয়!
কাঁদে যদি কেহ ফাঁদে
তুই চাস আমাকে হাসাতে;
মনের ভিতর দিস উস্কানি
তাকে আরও কাঁদাতে!
আজও আমি তোরে দেখি
আশে পাশে মানুষের বেশে!
মা মারে শিশু সন্তান
তোর মিথ্যা লোভের আশে।
মানুষের বেশে রয়ে তুই
দিসনা মানুষের দাম;
আড়ালে তুই লুকিয়ে থাকিস
হয় মানুষের বদনাম!
মন মজাস তুই রং ঢঙে
ভাল কাজে দেখাস ক্লান্তি;
মুমিন কাঁদে আল্লাহর ভয়ে
তুই বোঝাস অলসতায় শান্তি!
মানুষ কেমনে মানুষ মারে
আসেনা আমার বুঝে;
গরু খায়না গরুর গোস্ত
মানুষ কেন মানুষেতে মজে?
তোর কপালে মারলাম থুথু
মারলাম ছেড়া জুতা;
দুর হয়ে যা এই ধরা থেকে
বলব মানবতার কথা।
১৫-০৪-১৬ইং
বি: দ্র :- আপনি কি বুঝলেন জানালে খুশি হব!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন