জিবন হল মহাসাগর
দেহ হল নায়া;
মন হল তার মাঝি
যাচ্ছে নিরব বাইয়া!
মহাসাগর পাঁড়ি দিচ্ছি
তুলে নায়ার পাল;
নায়াটারে সাজাই সদা
মাঝি থাকবে কতকাল?
ঘাঁটে ঘাঁটে থামায় নায়া
মাঝির মনে কত কিছু;
চাওয়া পাওয়ার নাই হিসাব
সবি রইয়ে যায় পিছু!
১৮/০৫/১৭ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন