সুখের আশা করতে করতে
আয়ু যাচ্ছে চলে।
আজও পায়নি খুজে
সুখ যে কাকে বলে!
পথের মাঝে দেখা হল
অন্ধ এক ভিখারি,
প্রশ্ন করলাম সুখ যে কি
একটু জানতে পারি?
কেঁদে কেঁদে বলল আমায়
দুঃখ আমার বুকে
আমি অনেক সুখি হতাম
দেখতাম যদি চোখে!
ছুটে গেলাম অন্যখানে
দেখে সুস্থ এক ভিখারি;
প্রশ্ন করলাম সুখ যে কি
একটু জানতে পারি?
দির্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল
ঐ গাড়ীর দিখে তাকা
কতই সুখে আছে তারা
রাস্তায় কষ্টে আছি খোকা!
দৌড়ে গেলাম গাড়ীর দ্বারে
বললাম ওগো ভাই
কেমন করলে সুখি হব
একটু জানতে চাই!
ঘড়ির দিখে তাকিয়ে সে
যাচ্ছে দ্রুত চলে;
আর একটু দেরি হলে নাকি
তার সব যাবে জলে!
যার কাছে প্রচুর সময়
গেলাম তার কাছে;
কেমন করলে সুখি হব
জানতে খুব ইচ্ছে!
নিচু মাথায় বলল আমায়
বলতে মরছি লাজে
আমি অনেক সুখি হতাম
যদি থাকতাম কোন কাজে!
পেয়ে গেলাম একজনকে
যে ব্যস্থ অনেক কাজে
জানতে চাইলাম তার কাছে
সুখ যে কিসের মাঝে?
নিঃশ্বাস ছিড়ে বলল
আহা! কত হচ্ছে কষ্ট;
অল্প মাইনে শ্রম দিয়ে
সময় করছি নষ্ট!
আয়ু যাচ্ছে চলে।
আজও পায়নি খুজে
সুখ যে কাকে বলে!
পথের মাঝে দেখা হল
অন্ধ এক ভিখারি,
প্রশ্ন করলাম সুখ যে কি
একটু জানতে পারি?
কেঁদে কেঁদে বলল আমায়
দুঃখ আমার বুকে
আমি অনেক সুখি হতাম
দেখতাম যদি চোখে!
ছুটে গেলাম অন্যখানে
দেখে সুস্থ এক ভিখারি;
প্রশ্ন করলাম সুখ যে কি
একটু জানতে পারি?
দির্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল
ঐ গাড়ীর দিখে তাকা
কতই সুখে আছে তারা
রাস্তায় কষ্টে আছি খোকা!
দৌড়ে গেলাম গাড়ীর দ্বারে
বললাম ওগো ভাই
কেমন করলে সুখি হব
একটু জানতে চাই!
ঘড়ির দিখে তাকিয়ে সে
যাচ্ছে দ্রুত চলে;
আর একটু দেরি হলে নাকি
তার সব যাবে জলে!
যার কাছে প্রচুর সময়
গেলাম তার কাছে;
কেমন করলে সুখি হব
জানতে খুব ইচ্ছে!
নিচু মাথায় বলল আমায়
বলতে মরছি লাজে
আমি অনেক সুখি হতাম
যদি থাকতাম কোন কাজে!
পেয়ে গেলাম একজনকে
যে ব্যস্থ অনেক কাজে
জানতে চাইলাম তার কাছে
সুখ যে কিসের মাঝে?
নিঃশ্বাস ছিড়ে বলল
আহা! কত হচ্ছে কষ্ট;
অল্প মাইনে শ্রম দিয়ে
সময় করছি নষ্ট!
ত্যাগ করলাম তাকে
ডুবে যাচ্ছে বেলা;
লক্ষ আমার খুঁজতে হবে
একটা অনেক টাকাওয়ালা।
পেয়ে গেলাম একজনকে
যার টাকার অভাব নাই;
প্রশ্ন করলাম তার কাছে
সুখের মন্ত্র জানতে চাই।
সুখ কি জিনিস আমি নিজে
গিয়েছি তা ভুলে
চলছি আমি গাড়ির মত
মেশিন যেমন চলে!
রাতে আমার ঘুম আসেনা
লাগে দারুন ভয়!
না জানি বেখেয়ালে
হাসপাতালে শুয়ে আছে
হাজার হাজার রোগী
সুখ কি তাদের কাছে
গিয়ে একটু দেখি;
টাকা যা লাগে নাও
দাও গো শুধু মুক্তি;
করছে সবে টাকা দিয়ে
জিবনের জন্য চুক্তি।
একেক জনের একেক রকম
সবার মাঝে বিষন্নতা;
সবাই ভাবছে সুখি হবে
ফিরে পাইলে সুস্থতা।
জেলখানায় দেখছি
কত শত লোক কাঁদে;
বন্ধি হল তারা সবাই
আটকে গিয়ে ফাঁদে!
সুখের দাবি তাদের
পেতে চাই মুক্তি!
ওগো আল্লাহ দয়া কর
করব তোমার ভক্তি!
২৩/০৪/১৭ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন