আস সালাতু মিরাজুল মুমেনিন
-------------------------------------
আজ শবে মিরাজ তাই
খুশিতে ব্যকুল খোরশেদ
ব্যকুল তার তনু মন;
আজিকার রাতে হয়েছিল
স্রষ্টার সাথে সৃষ্টির দর্শন!
যার হুকুমে চন্দ্র সুর্য্য
গ্রহ নক্ষত্র সব চলে;
রাসুল আপনাই দাওয়াত তাহার
জিব্রাইল (আঃ) এসে বলে।
যারে দেখতে গিয়ে মুসা নবী
রইল পড়ে হয়ে অজ্ঞান;
নূরের অণুতে মাটি পুড়ে ছাই
সুরমা পাহাড় আজও তার প্রমান।
ওযু করে আল্লাহর নবী
হলেন আরশ আজিমে রওয়ানা;
থেমে গেল ভবের সবের গতি
একটু চলার সাহস পেল না।
নবীর শানে দরুদ পড়ে
দলে দলে ফেরেস্তারা সব;
প্রিয় নবীর বাহক হলেন
বেহেস্তের নবী প্রেমি রফ রফ!
স্রষ্টার সামনে সৃষ্টি মুখোমুখি
চলছে তাহাদের আলাপন;
ওহে নবী চেয়ে নাও তুমি
যাহা তোমার প্রয়োজন।
সপ্ত আকাশ দেখলাম প্রভু
দেখলাম জান্নাত,জাহান্নাম;
উম্মত আমার গুনাগার তাই
ক্ষমার ফরিয়াদ জানালাম!
ওগো আল্লাহ আমায় আপনি
দেখালেন সৃষ্টিকুলের সবি;
উম্মতের জন্য কি দিবেন
করছি তাদের জন্য দাবি!
পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম
সকল উম্মদেরকে দেবে;
এখানে আর আসতে হবেনা
নামাযের নিয়ত করলে তারা
আমায় সেথায় খুজে পাবে!
ক্ষমার ওয়াদা করলাম আমি
আর তাদের জানিয়ে দিন;
আস সালাতু মিরাজুল মুমেনিন!
চলে আসলেন নবী ভবে
সবে আগের মত রয়ে গেল;
নবীর দেয়া দরজার কড়া
এখনো হুবুহু নড়িতে লাগল!
*** হে আল্লাহ ভুল ভ্রান্তি ক্ষমা প্রার্থনা করছি!
*** হে রাসুলল্লাহ (সঃ) বেয়াদবি মাপ করবেন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন