এতো সুন্দর পৃথিবী
কত রুপে সাজানো
তবুও পৃথিবীর মানুষ
কেহ সুখে নাই!
এটা চাই ওটা চাই
ওর আছে আমার নাই;
আমার আছে কি
নিজেই ভুলে যায়।
দেখলে তার মুখের হাসি
হিংসেতে জ্বলে যায়;
তার চেয়ে সুখি আমি
সে কথাটা ভুলে যায়।
বার বার মনে পণ
তার মত হতে চাই;
একবারও ভাবি না
তারও চোখে ঘুম নাই।
অন্যের মত হতে গিয়ে
পাল্টে গেল মনের সুর;
সুখের আলো দেখা যায়
ছুটে এলাম বহু দুর।
পাব না ফিরে আর
ফেলে আসা সময়;
আলোর পানে চেয়ে চেয়ে
না জানি কিযে হয়।
সন্তুষ্টি ভুলে গিয়ে
ইবলিশের কথা মানি;
তাই মনে শান্তি নাই
আছে শুধু গ্লানী!
04-10-15ইং 4:15am
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন