শনিবার, ৫ অক্টোবর, ২০১৯

দেশদ্রোহী ওরা!

মানুষ নামের জানোয়ার
ওরা সব অমানুষের দল!
বিদেশে করে বাড়ি গাড়ি
বিকিয়ে মায়ের সম্বল!
পিতার ঘাঁড়ে দাঁড়িয়ে
ওরা আকাশ চুতে চাই!
হীন জীর্ণ শরীরে পিতার
দাড়িয়ে থাকা বিষণ দায়!
ভাইয়ের রক্ত চুষে চুষে
নিজেরা হচ্ছে মোটা
সুযোগ পেলে বিঁকিয়ে দেবে
আমার দেশটা গোটা!
মাথার ঘাম পায়ে ফেলে
যারা নিত্য কামায় টাকা;
সন্ধ্যা বেলা করলে হিসাব
তাদের কপালটা রয় ফাঁকা!
অমানুষের বাচ্চারা আজ
মিলল চিল শকুনের দল!
করছে পাচার শতশত কোটি
বিঁকিয়ে মায়ের সম্বল!
০৫/১০/১৯
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

কোন মন্তব্য নেই: