শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮

মা!



মা!
----------------------------------
নিশি রাত চুপচাপ পৃথিবী
ডাকছে ঝিঁ ঝিঁ পোকা;
সন্তানের মাথায় হাত বুলিয়ে
বসে আছে মা;
নিঃঘুম জেগে আছে খোকা।
সারা দিন ঘুমিয়ে খোকা
ঘুম হল তার শান্ত;
কাজে কাজে সারা দিন
রাতে মা হয়ে আছে ক্লান্ত।
ঘুমায় না অবুঝ খোকা
ফিকির ফিকির হাসে ;
ক্লান্ত দেহ নিয়ে মা
দেখ কত ভালবাসে!
মায়ের চোখে দুনিয়ার ঘুম
তবুও ঘুম যেন আসে না;
পড়ছে মায়ে দোয়া দরুদ
ঠোট যেন থামছে না।
ফজরের আগ আগ
চলল খোকা ঘুমে;
মুয়াজ্জিনের ডাক শুনে মা
বিছানা থেকে নামে।
খোকা ঘুমায় আরামের ঘুম
মায়ের শুরু দিন;
কেমনে খোকা শোধ করিবে
মায়ের এই ঋন!
মায়ের এই নিত্য নিয়ম
মাঝে মাঝে কঁাদে বুক;
খোকা যখন হাসেনা
হয় যখন অসুখ!

১৫-০৩-১৬ইং ১১:০০ pm

কোন মন্তব্য নেই: