ধর্‍ম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ধর্‍ম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৩ মার্চ, ২০২০

দয়া কর আল্লাহ!

নাইরে কোন মহান মালিক
আল্লাহ তুমি ছাড়া...
নাইরে কোন রক্ষাকারী
আল্লাহ তুমি ছাড়া!
আজাব যদি দাও তুমি
কে রুখিতে পারে.....
কাঁদছে আজি তোমার বান্ধা
তোমারি দ্বারে!
দয়া করে আল্লাহ তুমি
দাও ক্ষমা করে,
দাও ক্ষমা করে!
ডাক্তার বল কবিরাজ বল
আল্লাহ তুমি সব
ডাকছে আজি তোমার বান্ধা
ইয়া রব! ইয়া রব!

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

কেন আজ নিরবতা!

শুনছেনা আজ বিশ্ব বাসি
মুসলমানদের আর্তনাদ!
জাগবে যখন মুমিন ভাইরা
নাম দিবে তারা মৌলবাদ!
মারছে তারা পশুর মত
ফেলছে তারা নিত্য লাশ;
জাগবে যখন মুমিন ভাই
বলবে তারাই সন্ত্রাস!
ধর্ম নিয়ে বাড়াবাড়ি
আমার নবীর নিষেধ তাই;
তোরা পেলি সুযোগ আজ
আমার ভাইরা মার খায়!
মরলে হায়েনা ধরিস বাইনা
চিল্লাশ বলে মানবতা!
মারছে আজি জান্ত মানব
কেন আজ তোদের নিরবতা?
জাগ্রত কর, জাগ্রত কর মানবতা
বাড়িয়েছি আমি দুটি হাত;
বন্ধ কর,বন্ধ কর হানাহানি
বিলুপ্ত হোক যত সন্ত্রাসবাদ!

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

আমায় ক্ষমা কর!


বিশাল দালান,
               সোনার পালঙ্ক
মকমলের বিছানা;
মরে গেলে ঐখানে পরে
কেউ আমারে রাখবেনা!
সর্বাঙ্গের সব পরিধান
             স্বযত্নে খুলে নেবে;
তিন টুকরা সাদা কাপড়
        আমায় পড়াইয়া দেবে!
স্বজনরা কাঁদবে সবে
হবে না কেউ সাথী!
অন্ধকার কবরে আমি
   কোথায় পাব বাতিঁ?
কি করিব ঐ কবরে
আমার শুন্য আমল নাম!
ওহে আল্লাহ আমায় তুমি
নিজ গুণে করে দাও ক্ষমা!


লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

অন্ধের চোখে সুন্দর!

ছোট বেলায় একটা পালা গান শুনছিলাম তখন সম্ভবত আমি ক্লাস থ্রিতে পড়ি।
পালা গানে এক হিন্দু শিল্পির মুখে
সূরা ত্বীনের বাংলা অনুবাদ শুনে
হাজারো মুসলিমের মন গলে গেল!
কতজন শত শত টাকা উপহার করল তাকে।
পরের দিন ক্লাসে মৌলানা স্যারের মুখে শুনলাম সম্পূর্ন অনুবাদ মিথ্যা বানোয়াট!

চিন্তায় পড়লাম আমি!
হাজার হাজার মুসলমান খুশিতে মাতোয়ারা
এই অনুবাদ শুনে আর স্যার বলে মিথ্যা!
আমি পড়ে দেখেছি আসলেই এটা ছিল বানানো গল্প যা বলে হাজারো মুসলমানকে বোকা বানিয়ে সে হাজার হাজার টাকা নিয়ে গেল!
সত্য অনুবাদের দ্বারে কাছে সে ছিল না!

আজও আমাদের সমাজে সেই বোকার দল আছে বলেই এত ধর্ম ব্যবসায়ী আছে!
যারা নিত্য আমাদের বোকা বানিয়ে ধোঁকা দিচ্ছে,দুর্বল করতেছে আমাদর ইমান!

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

সন্তুষ্টি!

এতো সুন্দর পৃথিবী
কত রুপে সাজানো
তবুও পৃথিবীর মানুষ
কেহ সুখে নাই!
এটা চাই ওটা চাই
ওর আছে আমার নাই;
আমার আছে কি
নিজেই ভুলে যায়।
দেখলে তার মুখের হাসি
হিংসেতে জ্বলে যায়;
তার চেয়ে সুখি আমি
সে কথাটা ভুলে যায়।
বার বার মনে পণ
তার মত হতে চাই;
একবারও ভাবি না
তারও চোখে ঘুম নাই।
অন্যের মত হতে গিয়ে
পাল্টে গেল মনের সুর;
সুখের আলো দেখা যায়
ছুটে এলাম বহু দুর।
পাব না ফিরে আর
ফেলে আসা সময়;
আলোর পানে চেয়ে চেয়ে
না জানি কিযে হয়।
সন্তুষ্টি ভুলে গিয়ে
ইবলিশের কথা মানি;
তাই মনে শান্তি নাই
আছে শুধু গ্লানী!
04-10-15ইং 4:15am
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

হৃদয়ের কান্না!


আলেম তুমি মাওলানা তুমি
তোমায় আল্লাহ দিছে জ্ঞান!
কোন সাহসে করছ তুমি
আরেক মাওলানাকে অপমান?
নামাজ রোজা সবি ঠিক
নফল ধরে কেন টান?
মাওলানা হলে তুমি
কাফের বলে গালি দাও কেন?
ব্যবসা যদি করতে চাও
দোকান খুলে বস!
কোরান হাদিস নিয়া কেন
ব্যবসা করতে আস?
এক এক মাওলানার
এক এক যুক্তি
মুক্তি কোথাও নাই!
ভরে গেছে বয়ানে
ফালতু ফতোয়ায়!
মাওলানাকে নিয়ে লেখার
সাহস আমার নাই
যা লিখেছি সবি আমার
হৃদয়ের কান্নায়!
১৮/০২/১৯

সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯

দয়া কর হে আল্লাহ

আমার.....
নামাজ রোজা তোমার জন্য
আমি একটু দয়া চাই!
আমারে দিও তুমি
তোমার মনে যাহা চাই!
চাই না জান্নাতের আরাম
চাই না জাহান্নামের অনল!
তোমার একটু দয়া পাইতে
আমার চোখে সদা জল!
যে নামাজে জান্নাতে নেবে
সেই নামাজে নেবে জাহান্নাম....
ঘোষনা করেছ আল্লাহ
দেবে তাদের মহা পরিনাম!
আমার
নামাজ রোজা তোমার  জন্য
আমি একটু দয়া চাই!
আমারে দিও তুমি
তোমার মনে যাহা চাই।
২১/১০/১৮ইং

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮

প্রার্থনা


সরল পথে চালাও আল্লাহ
দেখাও সঠিক পথ;
নসীব কর আল্লাহ তুমি
মোদের হেদায়াত।
দেখিনি তোমায় কবু
তবুও বিশ্বাস রাখি!
সিজদা দেই তোমার তরে
ভেবে অন্ত আখিঁ।
দেখিনি নবী রাসুল,
দেখিনি তোমাকে;
তবুও বিশ্বাস রাখি
যেমন ইচ্ছা রাখ আমাকে।
যুগে যুগে পাঠালে কত
আউলিয়ায়ে কেরাম;
আমি বড় হত ভাগা
এমন কাউকে না পেলাম!
চারি পাশে  ঈমানখেকো
নিজের স্বার্থ চাই;
ওহে আল্লাহ দয়া কর
ঈমান রাখা দায়!
আল্লাহ তুমি মহান অতি
তোমার কাছে বলি;
তোমার প্রিয়জনদের পথে
আমরাও যেন চলি।
24-11-15ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

সোমবার, ২২ অক্টোবর, ২০১৮

আল্লাহ তোমার দয়া চাই!




আমার.....
নামাজ রোজা তোমার জন্য
আমি একটু দয়া চাই!
আমারে দিও তুমি
তোমার মনে যাহা চাই!
চাই না জান্নাতের আরাম
চাই না জাহান্নামের অনল!
তোমার একটু দয়া পাইতে
আমার চোখে সদা জল!
যে নামাজে জান্নাতে নেবে
সেই নামাজে নেবে জাহান্নাম....
ঘোষনা করেছ আল্লাহ
দেবে তাদের মহা পরিনাম!
আমার
নামাজ রোজা তোমার  জন্য
আমি একটু দয়া চাই!
আমারে দিও তুমি
তোমার মনে যাহা চাই।
২১/১০/১৮ইং


লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮

নামের মুসলিম

নামের মুসলিম!
------------------------------------
কাগজে কলমে মুসলিম তুমি
কথা কর্মে বিধর্মীদের বেশ!
তোমার মত মুসলিমরাই
নষ্ট করছে সমাজের পরিবেশ!




মুসলিম নাকি কাফের তুমি
নিজেই কর নিজের প্রমাণ!
তোমার মনটা যদি না জাগে
শুনে ঐ মুয়াজ্জিনের আজান!

আল্লাহ সত্য,নবী সত্য,
চির সত্য আল কোরান;
তুমিই বড় বেঈমান মুসলিম
যদি হয় বিরোধ্যে স্লোগান!



ইমামদের গালি দাও
কোরানে খুজ ভুল;
আবোল তাবোল কথা বলে
সমাজে বাধাও গন্ডগোল!

তোমার কাছে লক্ষ যুক্তি
একটা মুক্তির পথ আছে;
তওবা করে ক্ষমা চাও
এক মাত্র আল্লাহর কাছে!
৩০/০৫/১৭ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

সোমবার, ২৫ জুন, ২০১৮

প্রশ্ন?

মুসলমানের ছেলে তুমি
গাঁয়ে ইসলামি লেবাস!
কার প্রেমে মত্ত তুমি
হয়ে রইলে কার দাস?

কার পতাকা উড়াও তুমি
তোমার বাড়ির ছাদে?
কার জন্য তোমার হৃদয়
এত বেশি বেশি কাঁদে?

কার জয়ে হাসছ তুমি
কার পরাজয়ে কাঁদছ?
বিবেকের কাছে প্রশ্ন কর
তুমি কোন সাগরে ভাসছ?

কার ভক্ত হয়ে তুমি
হলে মাতাল দেওয়ানা!
সে কি সত্যি তোমার কাছে
এত মহব্বত ছিল পাওনা?

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭

আস সালাতু মিরাজুল মুমেনিন



আস সালাতু মিরাজুল মুমেনিন
-------------------------------------
আজ শবে মিরাজ তাই
খুশিতে ব্যকুল খোরশেদ
ব্যকুল তার তনু মন;
আজিকার রাতে হয়েছিল
স্রষ্টার সাথে সৃষ্টির দর্শন!
যার হুকুমে চন্দ্র সুর্য্য
গ্রহ নক্ষত্র সব চলে;
রাসুল আপনাই দাওয়াত তাহার
জিব্রাইল (আঃ) এসে বলে।
যারে দেখতে গিয়ে মুসা নবী
রইল পড়ে হয়ে অজ্ঞান;
নূরের অণুতে মাটি পুড়ে ছাই
সুরমা পাহাড় আজও তার প্রমান।
ওযু করে আল্লাহর নবী
হলেন আরশ আজিমে রওয়ানা;
থেমে গেল ভবের সবের গতি
একটু চলার সাহস পেল না।
নবীর শানে দরুদ পড়ে
দলে দলে ফেরেস্তারা সব;
প্রিয় নবীর বাহক হলেন
বেহেস্তের নবী প্রেমি রফ রফ!
স্রষ্টার সামনে সৃষ্টি মুখোমুখি
চলছে তাহাদের আলাপন;
ওহে নবী চেয়ে নাও তুমি
যাহা তোমার প্রয়োজন।
সপ্ত আকাশ দেখলাম প্রভু
দেখলাম জান্নাত,জাহান্নাম;
উম্মত আমার গুনাগার তাই
ক্ষমার ফরিয়াদ জানালাম!
ওগো আল্লাহ আমায় আপনি
দেখালেন সৃষ্টিকুলের সবি;
উম্মতের জন্য কি দিবেন
করছি তাদের জন্য দাবি!
পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম
সকল উম্মদেরকে দেবে;
এখানে আর আসতে হবেনা
নামাযের নিয়ত করলে তারা
আমায় সেথায় খুজে পাবে!
ক্ষমার ওয়াদা করলাম আমি
আর তাদের জানিয়ে দিন;
আস সালাতু মিরাজুল মুমেনিন!
চলে আসলেন নবী ভবে
সবে আগের মত রয়ে গেল;
নবীর দেয়া দরজার কড়া
এখনো হুবুহু নড়িতে লাগল!

*** হে আল্লাহ ভুল ভ্রান্তি ক্ষমা প্রার্থনা করছি!
*** হে রাসুলল্লাহ (সঃ) বেয়াদবি মাপ করবেন!

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭

আমরা মুসলমান!



আমি বলছি শোন সবে
ওহে ওহাবি,ওহে সুন্নী
ওহে আহলে হাদীস,
ওহে শিয়া, ওহে সকল মতবাদ!
কেন চাও বার বার অন্যের ঘাঁড়ে
চাপিয়ে দিতে নিজের মতবাদ!
অন্যের কাজে তুষ্ট নয় তাই
কেন তাকে পিষ্ট করতে চাও?
জাননা তারাও তোমার ভাই
কেন তোমরা তাদের ভুলে যাও?
তুচ্ছ কথার জের ধরিয়া
করছ তোমরা মারামারি;
ফঁান্দে পড়ে কাঁদবে যখন
ইবলিশ টেনে ছিড়বে দাড়ি!
দোহায় দিলাম আল্লাহতালার
দাওগো অন্যের গীবত ছাড়ি;
যার যার আমলনামা তারে
নিয়ে যাবে আপন বাড়ি!
ছেলের দায় নেবে না মা
বউয়ের দায় নেবে না স্বামী!
কোরান হাদীস বুঝে বুঝে
কর এক আল্লাহর গোলামী।
বুঝাও তাদের বেশি বেশি
যারা জানে না পাঁচ কালেমা;
তাদের বুঝাও মনের মত
দিয়ে কোরান হাদিসের উপমা!
বুকটা আমার কাঁদে তখন
ভাসি অন্ত নয়নের জলে!
এক মুসলিম অন্য মুসলিমকে
যখন গালি দেয়,কাফের বলে!
ভুলে গিয়ে সব যুক্তি তর্ক
বলি সবে প্রভু এক আল্লাহ!
 লা-ইলাহা ইল্লালাহু মুহাম্মদুর রাসুলল্লাহ(সঃ)
২২/১২/১৬ ইং ০১:১৫ am