নামের মুসলিম!
------------------------------------
কাগজে কলমে মুসলিম তুমি
কথা কর্মে বিধর্মীদের বেশ!
তোমার মত মুসলিমরাই
নষ্ট করছে সমাজের পরিবেশ!
মুসলিম নাকি কাফের তুমি
নিজেই কর নিজের প্রমাণ!
তোমার মনটা যদি না জাগে
শুনে ঐ মুয়াজ্জিনের আজান!
আল্লাহ সত্য,নবী সত্য,
চির সত্য আল কোরান;
তুমিই বড় বেঈমান মুসলিম
যদি হয় বিরোধ্যে স্লোগান!
ইমামদের গালি দাও
কোরানে খুজ ভুল;
আবোল তাবোল কথা বলে
সমাজে বাধাও গন্ডগোল!
তোমার কাছে লক্ষ যুক্তি
একটা মুক্তির পথ আছে;
তওবা করে ক্ষমা চাও
এক মাত্র আল্লাহর কাছে!
৩০/০৫/১৭ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন