আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা আমার প্রতারণার নব ফাঁদ প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব পড়েছেন।
এখন তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা মনোযোগ সহকারে পড়বেন,এবং আমাকে ভুল ত্রুটি জানিয়ে উৎসাহিত করবেন।
প্রতারণা আমাদের সমাজের প্রতি রন্দ্রে রন্ধ্র বিদ্যমান আসলে আমি কেবলমাত্র কিছু প্রতারণার সম্পর্কে ধারণা দিতে চাচ্ছি,আজকে ধারণা দেবো মোবাইল ব্যাংকিং গ্রাহকদের জন্য ,দ্বিতীয় পর্বে জানিয়েছিলাম ভুয়া এসএমএস দিয়ে কিভাবে প্রতারণা করে, আজকে আরো কিছু জানাবো।
বিশেষ করে যারা সরকারি প্রণোদনা বা বিভিন্ন উপবৃত্তি সহ আরো সরকারি সুযোগ-সুবিধা ভোগ করার জন্য মোবাইল ব্যাংকিং একাউন্ট দিয়েছেন তাদের জন্য খুবই জরুরী বিষয়। যখন আপনি টাকা পাওয়ার সময় হবে অথবা টাকা পাবেন এমন সময় বেশিরভাগ তবে সব সময় মাথায় রাখতে হবে কিছু অসাধু ব্যক্তি আপনাকে ফোন করে বলবে আপনি কি অমুক,আপনার পিতার নাম কি এই,আপনি অমুক কাজের জন্য আবেদন করেছেন? আপনার প্রত্যেকটি উত্তর যখন হ্যাঁ হবে তখন আপনাকে বলবে আপনার মোবাইলে একটা এসএমএস পাঠানো হয়েছে ,যা আপনি যে নিশ্চিত এই ব্যক্তি তা নিশ্চিত হওয়ার জন্য , অথবা আপনার অ্যাকাউন্টের সমস্যা হয়েছে ঠিক করার জন্য ।যদি আপনি এসএমএস টা দেখে ছয় সংখ্যার যে একটি কোড পাঠানো হয়েছে ওইটা বলুন আপনার অ্যাকাউন্টটি ঠিক করে দেওয়া হবে।
আপনি ছয় সংখ্যা কোড দেওয়ার পর আপনাকে ধন্যবাদ জানিয়ে কলটা শেষ করবে। এখন আপনার মোবাইলে যত টাকা ঢুকবে সব সে দেখবে এবং সে টাকা নিয়ে নেবে।
কিছুদিন পর যখন আগের কথা ভুলে যাবেন তখন আবার কল দিয়ে একই ভাবে শুরু করবে আপনার নাম এই, পিতার নাম এই, ইত্যাদি আপনার পরিচয় আপনাকে দিয়ে বিশ্বাস জমিয়ে বলবে আমি অমুক, অমুক ব্যাংকের কর্মকর্তা আপনার একাউন্টে সরকার ২০ হাজার টাকা দেবে যদি আপনি আপনার মোবাইলে ৫০০০ টাকা ঢুকান ,আপনার একাউন্ট সচল আছে কিনা জানার জন্য টাকাটা ঢুকাতে হবে , টাকাটা তো আমাকে দিচ্ছেন না,আপনার টাকা আপনার একাউন্টে ঢুকাচ্ছেন,টাকা ডুকান আমাকে কল করে জানান, আমি আপনার টাকার ব্যবস্থা করে দিচ্ছি।তবে বিষয়টা কাউকে বলবেন না এমনকি দোকানদার জিজ্ঞেস করলে বলবেন আপনার প্রয়োজন। কেননা বর্তমানে কেউ কারো ভালো দেখেনা।
যদি এক টাকাও ঢুকান তাহলে সাথে সাথে ওরা আপনার টাকা আপনার একাউন্ট থেকে নিয়ে নেবে।
আপনি যদি কোড নাম্বার দিতে দেরি করেন অথবা টাকা ঢুকাতে দেরি করেন, তাহলে বলবে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছি আপনি কোন টাকা পাবেন না এখনো সময় আছে সুযোগ দিচ্ছি আপনি কি কোড নাম্বারটা দিচ্ছেন বা টাকা ঢুকাচ্ছেন?
আমি এখন ব্লক করে দিচ্ছি!
যদি এর কথায় আপনি কোড নাম্বার দিয়ে দেন অথবা টাকা ডুকান আপনাকে ধন্যবাদ জানিয়ে লাইনটা কেটে দেবে এরা ভুয়া অ্যাপস এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি নিজেরা চালু করে রাখবে যাতে আপনার একাউন্টে টাকা ঢোকার সাথে সাথে প্রতারক চক্র টাকা নিয়ে নেবে আপনি আর কোন টাকা পাবেন না। পরবর্তী যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মোবাইল একাউন্টের পিন নাম্বার পরিবর্তন করে দেননি ততক্ষণ আপনি একাউন্টের মালিক হতে পারবেন না। যদিও পিন নাম্বার পরিবর্তন করেন তবে তারা আবার কল দেবে আপনাকে সজাগ থাকতে হবে। এদের কল এড়িয়ে যেতে হবে।
অতএব আপনারা কাউকে কখনো মোবাইলের এসএমএস থেকে কোড নাম্বার দেবেন না। এবং সরকারি অথবা ব্যাংকের কোন কর্মকর্তা আপনাকে কখনো কোনদিন কল করবে না।
যদি আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার হুমকি দেয় সে বন্ধ করতে পারবে না হয়তো সে বারবার ভুল পিন দেওয়ার কারণে আপনার অ্যাকাউন্ট লক করতে পারে কিন্তু আপনি চাইলে এখন লক খুলতে পারবেন কিন্তু টাকা যদি নিয়ে যায় আপনি আর ফেরত পাবেন না অতএব সাবধান থাকুন ।
১৩/০৫/২০২১ ইংরেজি একটা কোম্পানির আমার সঙ্গে সম্পর্কিত কর্মকর্তার নাম্বার হ্যাক করে আমাকে কল করেছিল পরপর আরো দুইটা নাম্বার থেকে কল করে আমাকে ব্যস্ত রেখে আমার মোবাইল থেকে ৪ হাজার টাকা নিয়ে গেছে। পরে জানতে পারলাম ওরা ওই কোম্পানির লোক, আমার নথিপত্র ওদের কাছে থাকাতে এই প্রতারণার সুযোগ পেয়েছে, টাকা আর পাওয়া হলো না।
মহান আল্লাহপাক আমাদের সবাইকে হেফাজত করুক আমাদের জান মালের নিরাপত্তা দান করুক।
ধন্যবাদ!
আগামীতে আসছে নতুন লেখক লেখিকা, নবীন শিল্পীদের ফাঁদে পড়ার ........
1 টি মন্তব্য:
খুব ভালো লাগলো
একটি মন্তব্য পোস্ট করুন