খিচুঁড়ি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খিচুঁড়ি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

খিঁচুড়ি

১)
আমি পাগল,তুমি পাগল!
পাগল নয় কোন জনা?
দুনিয়াটা মস্ত বড়
পাগলের কারখানা!
হুসে পাগল,দোষে পাগল
পাগলে সব ভরপুর!
সব পাগলের একই দশা
আপন নেশায় রয় বিভোর!
২)
সপ্ন গুলো মনের মাঝে
আমার সাথে লুকোচুরি খেলে;
ধরতে যখন যাই তারে
উড়ে যায় আপন ডানা মেলে!

৩)
জিবনকে যদি মোম বলি
আলো তার সপ্ন!
জ্বলবে সে অবিরাম
থাকিলে মোমের চিহ্ন।
ছবি সংগ্রহিত
৪)
আমার মন ভাল নাই!
আমার দিল ভাল নাই!
ভাল থাকতে চাইলে
কি আর ভাল থাকা যায়!
চিন্তারা সব জড়ো হয়ে
করছে আমায় তাঁড়া!
চারিদিকে চলছে ছুটাছুটি
সপ্নের শহর পাগল পাড়া!



লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!