ভাবছি একটা কবিতা লিখব
প্রেমের কবিতা!
মোবাইলের কী প্যাড অন করে
খুজতে লাগলাম প্রেমের শব্দমালা
কিন্তু না মনপুত কোন শব্দ
আঙ্গুলের চাপে বসতেছে না,
দেখী কত মিষ্টি মিষ্টি শব্দরা
উকিঁ দিয়ে দেখছে আমায়
করছে আপনেরা খেলা,
আমি ডাকতে লাগলাম
তারা আসল না,
প্রশ্ন করে বসল আমায়
কাকে ডাকছেন?
আমি প্রেমের শব্দকে ডাকছি!
ভাবছি একটা কবিতা লিখব
প্রেমের কবিতা!
ব্যাঙ্গ করে হাসল তারা
প্রেমের কবিতা লিখবেন?
হ্যা নারী প্রেম নিয়ে লিখব
আবার শুরু করল অট্টহাসি!
রেগে আমি আগুন হচ্ছি
আমি ডাকছি তোরা হাসচিছ?
হাসব না কেন,তুমি পারবে?
নারীর মন জয় করতে,
তোমাকে ঘুর ঘুর করতে হবে
নারীর চারিপাশে তারি আশে,
হ্যা আমি ঘুরব যদি সে
শুধু আমায় ভালবাসে;
দুঃখীত জনাব ক্ষমা কর
কালের বিবর্তনে তার পরিবর্তন!
আমার চাই এমন মন
যার হবেনা কখনো পরিবর্তন।
তোমায় বলতে হবে হাজার মিথ্যা
তারা মিথ্যাকে বেশ ভালবাসে,
তোমার এটা আছে ওটা আছে
তুমি প্রিয় সবার কাছে;
না আমি পারব না তা
সত্য বলব যা চির সত্য।
হাসছে সবাই আর বাধছে দল
বোকার সাথে করব মজা চল,
পারবে তাকে করতে দেবী?
দিতে হবে হরেক রকম পূজা
দিতে হবে হরেক রকম পূজা
ত্যাগিলে সব তার তরে
রাখতে পারবে তারে সোজা।
হ্যা দেব তাকে দেবীর আসন
তবে জানতে বড় স্বাদ
কেমন হবে পরে তার
যখন ফুরাবে পূজার প্রসাদ?
বোকা!দেবী হয় লোভী
চাই সবার কাছে পূজা
তোমার ঘরে না দেখিলে
যাও অন্যের ঘরে সোজা।
আমার যা দেব সবি
করব তাকে মনের দেবী
তবে অন্য কারও হতে দেবনা।
শিখতে হবে তার কাছে
রাখতে তার মন
মনের মত করে তোমায়
করবে প্রেমের আলিঙ্গন!
লিখতে গিয়ে প্রেমের কবিতা
পেলাম দারুন জ্বালা;
আমি নাকি প্রেম জানিনা
পালাল সব প্রেমের শব্দমালা!
5-12-15ইং11:10pm
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
1 টি মন্তব্য:
ভালো লাগলো
একটি মন্তব্য পোস্ট করুন