বিশাল দালান,
সোনার পালঙ্ক
মকমলের বিছানা;
মরে গেলে ঐখানে পরে
কেউ আমারে রাখবেনা!
সর্বাঙ্গের সব পরিধান
স্বযত্নে খুলে নেবে;
তিন টুকরা সাদা কাপড়
আমায় পড়াইয়া দেবে!
স্বজনরা কাঁদবে সবে
হবে না কেউ সাথী!
অন্ধকার কবরে আমি
কোথায় পাব বাতিঁ?
কি করিব ঐ কবরে
আমার শুন্য আমল নাম!
ওহে আল্লাহ আমায় তুমি
নিজ গুণে করে দাও ক্ষমা!
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন