মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

বিশ্বাস


১)
বিশ্বাসের নিঃশ্বাস নাই
সব বিশ্বাসের নীড়েঁ!
অবিশ্বাস করছে বসত
প্রিয় জনদের ঘাঁড়ে!
জরুরিতে আসন দিল
পাবে মানুষ সেবা!
সেবা সেইত ঘোড়ার ডিম
ঘুমিয়ে আছে দিবা!
পেটটা সে করছে ভারী
বিকিয়ে তার আসন
সেবার জন্য গেলে বুঝায়
চলছে আইনের শাষন!

২)
বিশ্বাস টুকু হারিয়ে গেলে
নিঃশ্বাসের কি আছে দাম?
জিবনটাকে করতে হবে
দুঃখের কাছে নিলাম!
ভাসতে গিয়ে জীবন ভেলায়
যদিও আসে একটুখানি সুখ
মিলিয়ে গেলে সুখের ছায়া
আবার লাগবে মনে দুঃখ!
বিশ্বাসটুকু হারিয়ে গেলে
নিঃশ্বাসের কি আছে দাম?
হায়রে বিশ্বাস তুমি
কোথায় হয়েছ নিলাম?
৩)
 মেঘের মত জীবনটা
হয়না না কবু স্থীর!
রং বদলায় ক্ষণে ক্ষণে
ক্ষণ দ্রুত ক্ষণ ধীর!
কখনো ছড়ায় অপুর্ব রং
কখনো আবার ধোয়াঁশা!
এইতো মানুষের জীবন
হয়না পুরন সব আশা!



লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

কোন মন্তব্য নেই: