শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

পোষা পাখি

যতই পুষি পাখিটারে
মানবে না সে পুষ!
সুযোগ পেলে উড়াল দেবে
দিয়া আমার দোষ!
তার যতনে মত্ত আমি
থাকলে আমার হুশ!
সুযোগ পেলে উড়াল দেবে
দিয়া আমার দোষ!
চলে গেলে পাখিটা
পড়ে রবে খাঁচা!
ভবের চাওয়া পাওয়া
সবে হয়ে যাবে মিছা!
মনটা আমার উদাস দুপুর
উল্লাসে পড়ে আছে তালা!
ওহে প্রভু আমায় নিয়ে
কেন খেলছ এত খেলা?
আমি তোমার হাতের পুতুল
কি ক্ষমতা আছে?
আমায় নাড়ার চাবিটা
রইছে তোমার কাছে!

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

কোন মন্তব্য নেই: