শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

♥ ভালবাসি তোমাকে♥

তুমি ছাড়া ভাল লাগেনা
আকাশের ঝলমলে তাঁরা....,
ভাল লাগেনা চাঁদের হাসি;
বলতে বার বার ইচ্ছে করে
ওগো প্রিয়া তোমায় ভালবাসি!
ওগো প্রিয়া তোমায় ভালবাসি!

ফুল গুলো সব ভুল মনে হয়
ফুল শুধু ভাবি আমি তোমাকে....;
ওগো প্রিয়া আমার, চাই আমি
তোমার সুঘ্রাণ দিও শুধু আমাকে!

তুমি ছাড়া ভাল লাগেনা
ভাল লাগেনা ফুলের বাগান,
ভাল লাগেনা ফুলের হাসি!
বলতে বার বার ইচ্ছে করে
ওগো প্রিয়া তোমায় ভালবাসি!

ভাল লাগেনা পাখির কন্ঠ
তুমি না থাকলে পাশে;
মনটা আমার ব্যকুল সদা
তোমার কন্ঠ শোনার আশে!

ভাল লাগেনা মেলা হৈ চৈ
হৃদয় থাকে সদা নিরব!
তোমায় যখন কাছে পায়
মনে হয় দারুন উৎসব!

ভাল লাগেনা কোন কিছু
তুমি ছাড়া সব বাসি;
ওগো প্রিয়া বলছি তোমায়
তোমাকে  আমি ভালবাসি!
২০/১২/১৬ ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

কোন মন্তব্য নেই: