বায়ুতে আয়ু বাড়ে
হইলে বায়ু চলাচল;
বেচেঁ থাকার জন্য বায়ু
একমাত্র্র সম্বল!
চলার পথে হলে বাধাঁ
শরীলে বাধে ধাঁধাঁ
সিংহ হয়ে যায়
এক পলকে গাঁধাঁ!
বায়ুতে আয়ু বাড়ে
বায়ুতে সুখ কাড়ে
বায়ুতে ঝামেলার কারণ
বায়ুতে জিবন মরন!
সারা দেহ সব জায়গায়
হয় বায়ু নিঃশ্বরন;
ত্রিবায়ুতে এই জগতে
সব কিছুর কারণ!
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন