রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

অন্ধের চোখে সুন্দর!

ছোট বেলায় একটা পালা গান শুনছিলাম তখন সম্ভবত আমি ক্লাস থ্রিতে পড়ি।
পালা গানে এক হিন্দু শিল্পির মুখে
সূরা ত্বীনের বাংলা অনুবাদ শুনে
হাজারো মুসলিমের মন গলে গেল!
কতজন শত শত টাকা উপহার করল তাকে।
পরের দিন ক্লাসে মৌলানা স্যারের মুখে শুনলাম সম্পূর্ন অনুবাদ মিথ্যা বানোয়াট!

চিন্তায় পড়লাম আমি!
হাজার হাজার মুসলমান খুশিতে মাতোয়ারা
এই অনুবাদ শুনে আর স্যার বলে মিথ্যা!
আমি পড়ে দেখেছি আসলেই এটা ছিল বানানো গল্প যা বলে হাজারো মুসলমানকে বোকা বানিয়ে সে হাজার হাজার টাকা নিয়ে গেল!
সত্য অনুবাদের দ্বারে কাছে সে ছিল না!

আজও আমাদের সমাজে সেই বোকার দল আছে বলেই এত ধর্ম ব্যবসায়ী আছে!
যারা নিত্য আমাদের বোকা বানিয়ে ধোঁকা দিচ্ছে,দুর্বল করতেছে আমাদর ইমান!

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

কোন মন্তব্য নেই: