মোবাইল কেড়েছে ঘুম; |
মোবাইলে আজ ভুলে আছে
সব কিছু বেমালুম!
সবে আজ মহা ব্যস্থ |
আছে মোবাইলের প্রতি;
নেশার চেয়ে ভয়ঙ্কর সে
এই মোবাইলের ক্ষতি!
মসজিদে মুমিনরা যায়
করতে আল্লাহর ইবাদত;
মোবাইলে মগ্ন যুবক
মুয়াজ্জিন দেয় ইকামত!
কোলের বাচ্চা ভুলে ধুঁলে
বাচ্চার খাবার মাঠি খায়!
মোবাইলে মজেছে মা
বাচ্চা কোথায় খেয়াল নাই!
যাচ্ছে যুবক রাস্তা দিয়া
আস্থা তার মোবাইলেতে
করছে ট্রেন তারে ধাওয়া
নাই তার ব্রেইনেতে!
পড়ার কালে করতাম আগে |
ইচ্ছামত আকাঁ আকিঁ ;
আজকাল বলে ওরা
দোস্ত কি দিয়াছে দেখি!
মোবাইলে মাঝে মাঝে |
হেসে উঠে আপন মন;
দশ বছরের পোলা লিখে
দশ বছরের পোলা লিখে
ব্রেকাপ সাত বছরের রিলেশন!
বিশ্ব আজ এগিয়ে যাচ্ছে
নিত্য নব প্রযুক্তির সাথে
আমরা আজ ব্যস্ত প্রচুর
তাদের এটোঁগুলো নিতে!
১৮/১০/১৯ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন