সোমবার, ২৫ জুন, ২০১৮

প্রশ্ন?

মুসলমানের ছেলে তুমি
গাঁয়ে ইসলামি লেবাস!
কার প্রেমে মত্ত তুমি
হয়ে রইলে কার দাস?

কার পতাকা উড়াও তুমি
তোমার বাড়ির ছাদে?
কার জন্য তোমার হৃদয়
এত বেশি বেশি কাঁদে?

কার জয়ে হাসছ তুমি
কার পরাজয়ে কাঁদছ?
বিবেকের কাছে প্রশ্ন কর
তুমি কোন সাগরে ভাসছ?

কার ভক্ত হয়ে তুমি
হলে মাতাল দেওয়ানা!
সে কি সত্যি তোমার কাছে
এত মহব্বত ছিল পাওনা?

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

কোন মন্তব্য নেই: