সোমবার, ২৮ মে, ২০১৮

আমি কে?


আমিতো আমাতেই
হারিয়ে যায়;
আমি কে?
এই হিসেব মিলেনা।
কোথায় ছিলেম,এলেম কোথা
কোনটা আসল ঠিকানা।
আমিতো আমাতেই
হারিয়ে যায়;
আমি কে?
এই হিসেব মিলেনা।
মায়ের গর্ভ মোর জন্মভূমি
পিতা করেছে বীজ বপন;
সেই বীজে মোর জন্ম হল
করল তারা লালন পালন।
কালের সাথে তাল মিলিয়ে
যখন বড় হলেম;
মা-বাবার কোল হতে
দূর হয়ে এলেম।
দুনিয়ার ধর্ম,সংসার কর্ম
করিতে সম্পাদন;
কালের সাথে আর পারবনা
বরণ করতে হবে মরন।
সমাহীত হব যখন
যে যেই খানে;
বন্ধু হই বা শত্রু হই
আমায় পাবে কোন খানে?
এই পৃথিবী ছিল
আছে থাকবে জানি;
থাকব না শুধু
 তুমি আর আমি।
বৃদ্ধ ধরা রুপসী নারী
কেন? দেখায় তার যৌবন;
কেমন পাগল হলেম আমি!
তাতে ডুবে থাকে মন।
আমি কে?
কী নাম হবে তখন?

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

কোন মন্তব্য নেই: