মনে যে পড়েনা.......
কোথায় আমার আসল বাড়ী
কোথায় আমার ঠিকানা!
জন্মের আগে মায়ের পেটে,
মায়ের আ-গে কই ?....
এই ভাবিয়া খোরশেদ আলম
রাত্রি জেগে রয়!
তোমরা যদি জান কেহ
আমায় বলে দাও না-----
কোথায় আমার আসল বাড়ী
কোথায় আমার ঠিকানা।
শিশু কালে মায়ের কোলে
যৌব কালে কর্মস্থলে,
করছি আয়ু পার;
জানিনা কোথায় আসল
ঠিকানা আমার!
আজকে আমি যেমন তেমন
কালকে কোথায় রব----
কোথায় গেলে দাদা-দাদী
নানা-নানীর দেখা পাব!
তোমরা যদি জান কেহ
আমায় বলে দাও না-----
কোথায় আমার আসল বাড়ী
কোথায় আমার ঠিকানা!
আমি আমারে ভুলে গেছি,
মনে যে পড়েনা.......
কোথায় আমার আসল বাড়ী
কোথায় আমার ঠিকানা!
ভিডিও
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন