শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮
প্রার্থনা
সরল পথে চালাও আল্লাহ
দেখাও সঠিক পথ;
নসীব কর আল্লাহ তুমি
মোদের হেদায়াত।
দেখিনি তোমায় কবু
তবুও বিশ্বাস রাখি!
সিজদা দেই তোমার তরে
ভেবে অন্ত আখিঁ।
দেখিনি নবী রাসুল,
দেখিনি তোমাকে;
তবুও বিশ্বাস রাখি
যেমন ইচ্ছা রাখ আমাকে।
যুগে যুগে পাঠালে কত
আউলিয়ায়ে কেরাম;
আমি বড় হত ভাগা
এমন কাউকে না পেলাম!
চারি পাশে ঈমানখেকো
নিজের স্বার্থ চাই;
ওহে আল্লাহ দয়া কর
ঈমান রাখা দায়!
আল্লাহ তুমি মহান অতি
তোমার কাছে বলি;
তোমার প্রিয়জনদের পথে
আমরাও যেন চলি।
24-11-15ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন