শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮
স্মৃতি
কিছু স্মৃতি অতি মধুময়
নিরবে হাসায়;
কিছু স্মৃতি অতি বিষাঁধ
নিরবে কাঁদায়!
স্মৃতি সেই স্মৃতি থাকে
ফিরে কবু আসেনা;
বিষাঁধের স্মৃতিতে আসে ঢেউ
জমে মনে বেদনা।
মধুর স্মৃতিতে বহে মনে
নিরব সুখের বাতাশ;
না পাওয়ার স্মৃতিতে
মনে দীর্ঘ নিঃশ্বাস।
আমি যেন না হই কারও
দুঃখের স্মৃতির কারণ;
আমার জন্য ভাঙ্গেনা যেন
কারও সরল মন।
সুজনে সুজন বাড়ায়
কুজনে কুজন;
বিষাঁধের স্মৃতি হোক
সুখের কারণ!
25-11-15ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন