শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮

তোমরাই আসল নেতা।


বুকের তাজা রক্ত দিয়ে
তোমরা যারা লিখেছ
বাংলাদেশের নাম;
অন্তরের অন্তস্থল থেকে
জানাই তোমাদের সালাম।
তোমরা একেঁছ লাল সবুজের পতাকা
তোমরাই এনেছ স্বাধীনতা
তোমরাই করেছ মুক্তি মোদের
হতে অন্যের অধীনতা।
তোমরা লিখেছ রক্ত দিয়ে
স্বাধীন বাংলাদেশের নাম;
অন্তরের অন্তস্থল থেকে
জানাই তোমাদের সালাম।



তোমরা ছিলে যোগ্য সেবক
তোমরাই আসল নেতা;
বিলিয়ে দিলে নিজের জীবন
ভেবে দেশ মাতার কথা।
তোমরা অস্ত্র ধরে যুদ্ধ করে
করলে জীবন দান;
বিনয় চিত্তে করছি স্বরন
আমরাও দেশ মাতার সন্তান।
বুকের তাজা রক্ত দিয়ে লিখেছ
স্বাধীন বাংলাদেশের নাম;
অন্তরের অন্তস্থল থেকে
জানাই তোমাদের সালাম।
১৪-১২-১৫ইং নেতা।

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

কোন মন্তব্য নেই: