বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮

পরকিয়া!

বর্তমান আমাদের সমাজে যে হারে পরকিয়া চর্চা চালু হইয়াছে,
তাহা দেখিয়া বা শুনিয়া মাঝে মাঝে নিজেকেই নিজেই প্রশ্ন করিতে ইচ্ছা হয়....

"আমিও কি পরকিয়ায় আসক্ত?"

স্বামী/স্ত্রীর অনুপস্থিতে অন্য নারী/পুরুষের সাথে প্রেম যার, তার নাম পরকিয়া!
কারণ তাহারা আগেই করিয়াছে বিয়া!
আমার মনে হইল এই সমস্ত নারী/ পুরুষ যাহারা অবৈধ যৌন সঙ্গম করে,
তাহাদের নাম মানুষ না হইয়া হিংস্র কোন নাম দেওয়া হইত উচিত!

বর্তমান সমাজে এমন প্রাণের সৃষ্টি হইয়াছে যে তাহারা পেট ভর্তি খাইতে চাই,চোখ ভর্তি সাজিতে চাই,মন ভর্তি উপভোগ করিতে চাই!
এসবের পর কাহার কি সুন্দর, আমারটা তাহার চাইতে সুন্দর হইতে হইবে নিশ্চয়,
এই সকল মনোভাব তো আছেই!
এই সকল প্রাণীরা বুঝিতে পারে না যে,
এক সাথে সব সম্ভব নাও হইতে পারে,
তাই আজ হাজারও সোনার সংসার পরকিয়া নামক মরিচিকায় বিলীন!
বাকী অংশ পরকিয়া ২ ....... পড়ুন।

মন্তব্য কমেন্ট বক্সে জানাইতে পারেন..

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

কোন মন্তব্য নেই: