হৃদয়ের কান্না!
আলেম তুমি মাওলানা তুমি
তোমায় আল্লাহ দিছে জ্ঞান!
কোন সাহসে করছ তুমি
আরেক মাওলানাকে অপমান?
নামাজ রোজা সবি ঠিক
নফল ধরে কেন টান?
মাওলানা হলে তুমি
কাফের বলে গালি দাও কেন?
ব্যবসা যদি করতে চাও
দোকান খুলে বস!
কোরান হাদিস নিয়া কেন
ব্যবসা করতে আস?
এক এক মাওলানার
এক এক যুক্তি
মুক্তি কোথাও নাই!
ভরে গেছে বয়ানে
ফালতু ফতোয়ায়!
মাওলানাকে নিয়ে লেখার
সাহস আমার নাই
যা লিখেছি সবি আমার
হৃদয়ের কান্নায়!
১৮/০২/১৯
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন