পোঁকা খাবে খাবে উড়ে যাবে
ফেলে দিয়ে খোসা;
ফেলতে হবে তোমায় একদিন
মনের যত আশা!
ভালবাসার নামে
নিত্য করতেছ যা;
আসলে একে কেউ
ভালবাসা বলে না!
ভালবাসার নামে
তোমরা করছ ছলনা;
আসলে একে কেউ
ভালবাসা বলে না!
ভালবাস তারে তুমি
কত করে বল!
করলে দেখা নির্জনে
পরে বাঁকা পথে চল!
ভালবাসা মনের ক্ষুধা
যৌনতা কেন ডাক?
মনটা তোমার খাঁটি করে
যৌনতা কে ঢাক।
সত্যিকারের ভালবাসা
কখনো পুরোয় না!
সত্যিকারের প্রেমিক কবু
তোমার গাঁয়ে হাত দেবেনা।
ভালবাসবে তোমায় তেমন
চাঁদকে যেমন বাসে;
চম্বুকের মত রাখবে বুকে
তোমায় বিয়ের পরে পাশে।
বিয়ের আগে লুকোচুরি
খেলা খেল না...
তোমার অমুল্য যৌবনে
পোঁকা ডাক দিও না!
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন