শুনছেনা আজ বিশ্ব বাসি
মুসলমানদের আর্তনাদ!
জাগবে যখন মুমিন ভাইরা
নাম দিবে তারা মৌলবাদ!
মারছে তারা পশুর মত
ফেলছে তারা নিত্য লাশ;
জাগবে যখন মুমিন ভাই
বলবে তারাই সন্ত্রাস!
ধর্ম নিয়ে বাড়াবাড়ি
আমার নবীর নিষেধ তাই;
তোরা পেলি সুযোগ আজ
আমার ভাইরা মার খায়!
মরলে হায়েনা ধরিস বাইনা
চিল্লাশ বলে মানবতা!
মারছে আজি জান্ত মানব
কেন আজ তোদের নিরবতা?
জাগ্রত কর, জাগ্রত কর মানবতা
বাড়িয়েছি আমি দুটি হাত;
বন্ধ কর,বন্ধ কর হানাহানি
বিলুপ্ত হোক যত সন্ত্রাসবাদ!
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন