নাইরে কোন মহান মালিক
আল্লাহ তুমি ছাড়া...
নাইরে কোন রক্ষাকারী
আল্লাহ তুমি ছাড়া!
আজাব যদি দাও তুমি
কে রুখিতে পারে.....
কাঁদছে আজি তোমার বান্ধা
তোমারি দ্বারে!
দয়া করে আল্লাহ তুমি
দাও ক্ষমা করে,
দাও ক্ষমা করে!
ডাক্তার বল কবিরাজ বল
আল্লাহ তুমি সব
ডাকছে আজি তোমার বান্ধা
ইয়া রব! ইয়া রব!
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন