সোমবার, ২২ অক্টোবর, ২০১৮

আল্লাহ তোমার দয়া চাই!




আমার.....
নামাজ রোজা তোমার জন্য
আমি একটু দয়া চাই!
আমারে দিও তুমি
তোমার মনে যাহা চাই!
চাই না জান্নাতের আরাম
চাই না জাহান্নামের অনল!
তোমার একটু দয়া পাইতে
আমার চোখে সদা জল!
যে নামাজে জান্নাতে নেবে
সেই নামাজে নেবে জাহান্নাম....
ঘোষনা করেছ আল্লাহ
দেবে তাদের মহা পরিনাম!
আমার
নামাজ রোজা তোমার  জন্য
আমি একটু দয়া চাই!
আমারে দিও তুমি
তোমার মনে যাহা চাই।
২১/১০/১৮ইং


লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

কোন মন্তব্য নেই: