বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

প্রেম পিয়াসি মন


যখন তুমি আসবে
একান্ত আমার হয়ে;
তোমায় করব বরণ
ভাবছি কি নিয়ে।
নাইরে আমার অট্টালিকা
হয়নি বিলাসী আয়োজন;
তবুও আমি দাড়িয়ে আছি
নিয়ে প্রেম পিয়াসি মন।
জানিনা তোমার মন
কোন স্বপনে ভাসছে;
কিসে ভরাব তোমার তা
আমার হৃদয় ভাবছে।
ভালবাসা দেবার আশা
অতি আদর যত্নে;
মন কি তোমার ভরবে
নাকি ভরবে রত্নে?
নয় আমি অতি আধুনিক
মনটা নরম গরম অতি;
তোমার সুখ চাই সদা
চাইব না কোন ক্ষতি।
ভালবাসায় আকড়ে রাখব
আমার ভীষন তেষ্টা!
তোমায় রাখতে সুখে
আমার চলমান চেষ্টা।
পাইনি আমি কিছুই খুজে
পেলাম একটি ছোট্ট ফুল;
জানি তা চাওয়া নয়
ক্ষমা চাহি হলে ভুল!
15-11-15ইং 11:00pm

কোন মন্তব্য নেই: