আমি বলছি শোন সবে
ওহে ওহাবি,ওহে সুন্নী
ওহে আহলে হাদীস,
ওহে শিয়া, ওহে সকল মতবাদ!
কেন চাও বার বার অন্যের ঘাঁড়ে
চাপিয়ে দিতে নিজের মতবাদ!
অন্যের কাজে তুষ্ট নয় তাই
কেন তাকে পিষ্ট করতে চাও?
জাননা তারাও তোমার ভাই
কেন তোমরা তাদের ভুলে যাও?
তুচ্ছ কথার জের ধরিয়া
করছ তোমরা মারামারি;
ফঁান্দে পড়ে কাঁদবে যখন
ইবলিশ টেনে ছিড়বে দাড়ি!
দোহায় দিলাম আল্লাহতালার
দাওগো অন্যের গীবত ছাড়ি;
যার যার আমলনামা তারে
নিয়ে যাবে আপন বাড়ি!
ছেলের দায় নেবে না মা
বউয়ের দায় নেবে না স্বামী!
কোরান হাদীস বুঝে বুঝে
কর এক আল্লাহর গোলামী।
বুঝাও তাদের বেশি বেশি
যারা জানে না পাঁচ কালেমা;
তাদের বুঝাও মনের মত
দিয়ে কোরান হাদিসের উপমা!
বুকটা আমার কাঁদে তখন
ভাসি অন্ত নয়নের জলে!
এক মুসলিম অন্য মুসলিমকে
যখন গালি দেয়,কাফের বলে!
ভুলে গিয়ে সব যুক্তি তর্ক
বলি সবে প্রভু এক আল্লাহ!
লা-ইলাহা ইল্লালাহু মুহাম্মদুর রাসুলল্লাহ(সঃ)
২২/১২/১৬ ইং ০১:১৫ am
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন