মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

হায়রে টাকা!

হায়রে টাকা!
তোমার খনি
পাচ্ছে শুনি
আমরা নিত্য
শত গুনি!
হাজার করতে
যাচ্ছে আয়ু খানি!
জ্বরছে কত
চোখের পানি!
হায়রে টাকা!
রাঘব বোয়াল
খাচ্ছে সবি!
ক্ষিধার জ্বালায়
দৌড়ছি সবি!
ধরতে ওদের
করছি দাবী!
হায়রে টাকা!
কি বলব আর
তাদের কু-কীর্তি!
পাল্টে দিল
সমাজ নীতি!
হায়রে টাকা!
ছবি সংগ্রহী।


লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

কোন মন্তব্য নেই: