বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

ওগো বন্ধু বধূ আমার


----_----     ---_---
ওগো বন্ধু বধূ আমার
খোল খোল ভালবাসার দ্বার;
কত বসন্ত করেছি অপেক্ষা
চেয়ে আছি পথ তোমার।
তুমি আসবে আমার বুকে
নিয়ে অকৃত্রিম ভালবাসা;
আমি চোখ বুঝে নেব তাই
বুকে বেঁধেছি চাতকের বাসা।
বুঝিনু আল্লাহ করেছে পূরুন
তোমাতেই মুগ্ধ আমার দু-নয়ন;
তোমার সুখ তালাশ করি বন্ধু
করিব বন্ধু আমি অবিরাম;
তুমি দিয়েছ ভালবাসার স্বাদ
জানিনা আমি কি দিলাম?
ওগো বধূ বন্ধু আমার
তোমার তরে হোক দয়া
মহান আল্লাহ তালার।

১৫-০২-১৬ইং
fun video



কোন মন্তব্য নেই: