শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭

ঝরছে বারি ঝরঝর

ঝরছে বারি ঝরঝর
রাত পেরিয়ে দিনভর;
হাটতে লাগে সম্বল
রাস্তা ঘাট কাঁদা জল!
সুর্য লুকালো মুখ আদরে
কালো মেঘে ঢাকা চাদরে!
লতাপাতা সব হাসছে
বৃষ্টির জলে চকচকাচ্ছে;
আহা! যেন কি শান্তি
বৃক্ষের নেই কোন ক্লান্তি!
ওহে বৃক্ষ তোমরা হেসোনা
কাল গাঁয়ে কিছু থাকবেনা!
বৃষ্টির শব্দে থেমে গেছে সব
চারিদিকে যেন শুধু নিরব!
কোথায় গেলো হই চই
কোথায় গেল কলরব?

কোন মন্তব্য নেই: