কত শত লিখেছি গান!
সবি আজ বস্তা বন্ধি
আমাকে করছে অপমান!
লিখেছি কত, ভাবনা যত
করেছি কত গল্প গজলের চাষ!
সামাজিক মাধ্যম আর'হৃদয়ের বার্তা'য়
কিছু লেখা করছে আনন্দ উল্লাস!
বাংলাদেশ শ্রমজীবী লেখক সম্মেলন
২০০৪ সালে আমাকে করেছে মুল্যায়ন;
তাহাদের 'সৃষ্টি' তে আমার সৃষ্টি
কেন যেন আজ হয়েছে স্বরন!
দু হাজার দশ সালে ফ্রেবরুয়ারী
'নেশা সর্বনাশা' করেছি প্রকাশ!
প্রকাশকের মিথ্যা চলনায়
বেড়ে উঠা হল সর্বনাশ!
আজও লিখে যায় মনের খেয়ালে
পাওয়ার নাই কোন আশা;
দু হাজার দুই সালে জন্মেছিল
আমার মনে লেখার ভালবাসা!
খাতার পাতায় রাখিনা আর
এখন সব ছেড়ে দেই নেটে;
যা চলে যা সৃষ্টি আমার
বোয়াল মাছের পেটে!
০৬/০১/২০২০ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে
তাহলে শেয়ার করতে ভুলবেন না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন